Dutor Duniya: মন্ত্রীর সামনেই বিজেপি-র মণ্ডল সভাপতিকে চড় তৃণমূল নেতার
দিদির সুরক্ষাকবচের প্রচারে মন্ত্রীর সামনেই আক্রান্ত হলেন অভিযোগকারী। এদিন দত্তপুকুরের ইছাপুর-নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সাউবনা এলাকায় দিদির দূত কর্মসূচিতে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের কাছে খারাপ রাস্তা নিয়ে অভিযোগ জানাতেই বিজেপির মণ্ডল সভাপতি সাগর বিশ্বাসকে প্রথমে ঘাড়ধাক্কা, তারপর সপাটে চড় কষান স্থানীয় তৃণমূল কর্মী শিবম রায়। পরে আক্রান্ত বিজেপি নেতার পিঠ চাপড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন খাদ্যমন্ত্রী। ব্যক্তিগত সমস্যার জেরে এই ঘটনা বলে সাফাই রথীন ঘোষের।
ঘটনার প্রতিবাদে সুভাষনগরে ব্য়ারাকপুর-বারাসাত রোডে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বিজেপি কর্মীরা। অবরোধে সামিল হন আক্রান্ত বিজেপি নেতা সাগর বিশ্বাস।



















