North Bengal Medical College: ‘থ্রেট কালচার’-এ অভিযুক্ত ৫ মেডিক্যাল পড়ুয়ার সাসপেনশন স্থগিত। ABP Ananda Live
‘থ্রেট কালচার’-এ অভিযুক্ত ৫ মেডিক্যাল পড়ুয়ার সাসপেনশন স্থগিত রাখল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল। ওই পড়ুয়াদের বিরুদ্ধে অন্যান্য পড়ুয়াদের হুমকি দেওয়া-সহ একাধিক অভিযোগ ওঠে। তদন্ত কমিটির সুপারিশে সোমবার মোট ১২ জনকে সাসপেন্ড করে উত্তরবঙ্গ মে়ডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। আত্মপক্ষ সমর্থনের জায়গা না দিয়েই কলেজ কাউন্সিল পড়ুয়াদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে। এই দাবিতে গতকাল অধ্যক্ষের কাছে ডেপুটেশন জমা দিয়ে, অধ্যক্ষের ঘরের সামনে অবস্থানে বসেন ওই ৫ জন-সহ শতাধিক পড়ুয়া-চিকিৎসক। রাত দেড়টা পর্যন্ত অধ্যক্ষের সঙ্গে বৈঠক চলে বিক্ষোভকারীদের। এরপর সাসপেনশন স্থগিত রাখার কথা জানান উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা। আজ বিষয়টি নিয়ে ফের বৈঠকে বসছে কলেজ কাউন্সিল।
এবার জুনিয়র চিকিৎসকদের খুনের হুমকি দেওয়ার অভিযোগ। অভিযোগ উঠল জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে। ক্যানসার আক্রান্ত রোগিণীকে মৃত ঘোষণার পর ময়নাতদন্তের কথা বলা হয়। রোগিণীর ময়নাতদন্তের কথা বলেন জুনিয়র চিকিৎসকরা। কিন্তু ময়নাতদন্তের কথা বলায় বেঁকে বসে মৃতের পরিবার। অভিযোগ, ময়নাতদন্ত ছাড়াই ডেথ সার্টিফিকেট লিখে দেওয়ার দাবি জানায় পরিবার। রাজি না হওয়ায় জুনিয়র চিকিৎসকদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে দাবি। পুলিশের সামনেই গোটা ঘটনা ঘটে বলে অভিযোগ। প্রতিবাদে হাসপাতালে অবস্থানে বসেন জুনিয়র চিকিৎসকরা। শেষপর্যন্ত স্বাস্থ্য আধিকারিকরা এসে আশ্বাস দিলে আড়াই ঘণ্টা পর অবস্থান ওঠে। আজ জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসছে হাসপাতাল কর্তৃপক্ষ।
![Dumdum Decoity: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম। জানলার গ্রিল ভেঙে ঢুকে দোতলায় উঠে লুঠের অভিযোগ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/395b3a722b558dda23dbee4bac1e57911739779203508535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![TMC News : মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তারস্বরে মাইক ! বিধিনিষেধ ভাঙলেন শাসকদলের বিধায়ক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/316423595a8b8772e5d59eca924ab0e71739777385971535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Arms recovery : কার্তুজকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে ৬। জালে BBD বাগের অস্ত্রের দোকানের আরও এক কর্মী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/66b05d82aba11302a785700d41a9e1761739776807207535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Bratya Basu: ২৬-এর বিধানসভা ভোটের আগে WEBCUPA-কে আরও সক্রিয় হওয়ার বার্তা দিলেন ব্রাত্য় বসু](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/cd41caea01100deb07fb425405aaa4471739775233238967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Birbhum News: অনুব্রত-কাজল গোষ্ঠীর লড়াই অব্যাহত, বীরভূম নিয়ে চিন্তা বাড়ছে শীর্ষ নেতৃত্বের?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/21735fb10d6f11d67571c65e2ab271481739774166907967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)