Indian Railway: ভদ্রকে চলন্ত ট্রেন লক্ষ্য করে 'গুলি', যাত্রীরা সুরক্ষিত আছেন, জানাল রেল।
ABP News: ভদ্রকে চলন্ত ট্রেন লক্ষ্য করে 'গুলি'। নন্দনকানন এক্সপ্রেস লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। চলন্ত ট্রেন লক্ষ্য করে গুলি, ধাতব বস্তু ছোড়ার অভিযোগ। নন্দনকানন এক্সপ্রেসে হামলার অভিযোগ, তদন্তে জিআরপি। যাত্রীরা সুরক্ষিত আছেন, জানাল রেল।
সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আর জি কর-কাণ্ডের শুনানি । আজ সুপ্রিম কোর্টে হচ্ছে না আর জি কর মামলার শুনানি । কাল সকাল ১১টায় সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি আজ নয়, কাল সকালে সুপ্রিম কোর্টে শুনানি । রাষ্ট্রপতি ভবনে যাচ্ছেন প্রধান বিচারপতি, পিছিয়ে গেল শুনানি আজ দুপুর ৩টের সময় শুনানির কথা ছিল সুপ্রিম কোর্টে । কাল প্রথম মামলা হিসেবে সুপ্রিম কোর্টে আর জি কর-কাণ্ডের শুনানি । আজই মুখবন্ধ খামে স্টেটাস রিপোর্ট দেওয়ার কথা ছিল CBI-এর । কীভাবে সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ? আজই জানানোর কথা ছিল রাজ্যের।


















