Oh Calcutta: পাপড়ি চাট, সরষে নারকেল চিংড়ি থেকে ডাক বাংলো মুরগি, জামাইষষ্ঠী উপলক্ষ্যে বিশেষ আয়োজন 'ওহ ক্যালকাটা'-র
জামাই ষষ্ঠী। বাঙালির বারো মাসে তের পার্বণের এক পার্বণ। এই বছর ১২ জুন পড়েছে জামাই ষষ্ঠী। আর, সেই কথা মাথায় রেখেই ওহ ক্যালকাটার বিশেষ আয়োজন, জামাই ষষ্ঠী স্পেশাল বাফেট। আনারসের স্য়ালাড থেকে পাপড়ি চাট, সরষে নারকেল চিংড়ি থেকে ডাক বাংলো মুরগি। শুধু আমিষ নয়, নিরামিষ পদেও রয়েছে চমক। আম আদা পনির রোস্ট থেকে রাজবাড়ির ছানার কোফতা এমনকী শেষ পাতে মালপোয়া, খির কদম। কী নেই সেই মেনুতে? জিভে জল আনা খাবারের পসরা নিয়ে হাজির ওহ ক্যালকাটা। ১২ থেকে ১৬ জুন পর্যন্ত এই স্পেশাল বাফেটের আয়োজন থাকছে। খাওয়া দাওয়ার পাশাপাশি রাখা হচ্ছে জামাই ষষ্ঠী পালনের জন্য় যাবতীয় আয়োজনও। জামাই ষষ্ঠী আরও বিশেষ করে তুলতে কোনও খামতি রাখতে রাজি নয় রেস্তোরাঁ কর্তৃপক্ষ।


















