Murshidabad News: সামশেরগঞ্জে বাবা-ছেলে হত্যায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: সামশেরগঞ্জে বাবা-ছেলে খুনে গ্রেফতার আরও ১ । জোড়া হত্যাকাণ্ডে চোপড়া থেকে গ্রেফতার জিয়াউল শেখ । সামশেরগঞ্জ থানা এলাকারই বাসিন্দা ধৃত জিয়াউল শেখ । হরগোবিন্দ দাস ও তাঁর ছেলেকে খুনের ঘটনায় ধৃত বেড়ে ৪ । জমায়েত থেকে বাড়িতে হামলা, খুন, ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত জিয়াউল, পুলিশ সূত্রে দাবি । ১২.০৪.২৫: সামশেরগঞ্জে বাড়ি থেকে বের করে বাবা-ছেলেকে খুন
আরও খবর...
হাওড়ায় বন্ধ লঞ্চ পরিষেবা, প্রতিবাদে কর্মী সমর্থকরা । লঞ্চঘাট বন্ধ থাকায় তীব্র ক্ষোভ বাম কর্মী সমর্থকদের । চারটি বাম গন সংগঠনের ডাকে আজ ব্রিগেড সমাবেশ । বিভিন্ন জেলা থেকে হাওড়া স্টেশনে পৌঁছায় কর্মী সমর্থকরা । স্টেশনে নেমে লঞ্চ ঘাট বন্ধ দেখে ক্ষোভ কর্মীদের । 'চক্রান্ত করে আটকানো যাবে না, পায়ে হেঁটেই ব্রিগেডে যাব', প্রতিক্রিয়া কর্মী সমর্থকদের । 'কম সংখ্যক লঞ্চ থাকায় সার্ভিস বন্ধ', পাল্টা জানায় জলপথ পরিবহণ সমিতির

















