Suvendu Adhikari: আইপ্যাকের কর্মীদের নিয়োগের চক্রান্ত, অভিযোগ বিরোধী দলনেতার
ABP Ananda LIVE: খাদ্য ও সরবরাহ দফতরে অস্থায়ী গ্রুপ ডি কর্মী নিয়োগ নিয়ে প্রশ্ন শুভেন্দু অধিকারীর। আইপ্যাকের কর্মীদের নিয়োগের চক্রান্ত, অভিযোগ বিরোধী দলনেতার। '২০ অগাস্ট অস্থায়ী গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ খাদ্য ও সরবরাহ দফতরের। আইপ্যাকের কর্মীরা তৃণমূলের জন্য কাজ করবেন, আর বেতন দেওয়া হবে সরকারি কোষাগার থেকে। এই কায়দাতেই রাজ্যজুড়ে ধাপে ধাপে শয়ে শয়ে কর্মী নিয়োগ করা হবে। এই সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তারপর তৃণমূল মুখপাত্ররা কুমিরের কান্না কাঁদবেন ও কোর্টকে দায়ী করবেন', এক্স হ্যান্ডলে পোস্টে অভিযোগ শুভেন্দু অধিকারীর।
প্রসূতি মৃত্যুর বৃদ্ধির হার নিয়ে চিন্তায় স্বাস্থ্য দফতর, প্রোটোকল আদৌ মানছেন চিকিৎসকরা?
প্রসূতি মৃত্যুর বৃদ্ধির হার নিয়ে চিন্তায় স্বাস্থ্য দফতর। মৃত্যুহার কমাতে কঠোর গাইডলাইন জারি স্বাস্থ্য দফতরের। মেদিনীপুর মেডিক্যাল কলেজের ঘটনার পরই স্যালাইন ব্যবহার নিয়ে কড়া গাইড লাইন জারি। বিশেষজ্ঞ কমিটির দেওয়া প্রোটোকল আদৌ মানছেন চিকিৎসকরা? 'মেডিক্যাল কলেজ হাসপাতাল ছাড়াও গ্রামীণ হাসপাতাল, ব্লক স্বাস্থ্য কেন্দ্রে মানতে হবে গাইড লাইন'। 'প্রতিটি জায়গায় চিকিৎসক, অ্যানেসথেসিওলজিস্ট, নার্সিং স্টাফ প্রত্যেককে মেনে চলতে হবে'। 'প্রসূতি মায়েদের সিজারের ক্ষেত্রে সঠিক মাত্রায় স্যালাইন দিতে হবে'। 'ক্রিস্টালয়েড স্যালাইন দেওয়ার সঠিক প্রটোকল না মানলে কিডনি ফেইলিওর হতে পারে, হতে পারে অ্যানিমিয়া'।



















