Parkstreet News: পার্ক হোটেলের উল্টো দিকে কুইন্স ম্যানসনে আগুন | ABP ANANDA LIVE
ABP Ananda LIVE: কলকাতায় ফের অগ্নিকাণ্ড । পার্ক স্ট্রিটে কুইন্স ম্যানসন বহুতলে আগুন । কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা । পার্ক হোটেলের উল্টো দিকে কুইন্স ম্যানসনে আগুন । বহুতলের গ্রাউন্ডফ্লোরে মিষ্টির দোকানের পিছনে আগুন । আগুন ছড়িয়েছে দোতলার অংশেও । মাস্ক পরে আগুন নেভানোর চেষ্টা দমকল কর্মীদের । খালি করা হল কুইন্স ম্যানসনে থাকা অফিস, বাড়ি । মিষ্টির দোকানের AC থেকে কিচেনে আগুন: প্রত্যক্ষদর্শী । ঘটনাস্থলে দমকল, পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী
আরও খবর...
বঙ্গ রাজনীতিতে তোলপাড়, বিয়ে করছেন দিলীপ ঘোষ! । ছাদনাতলায় দিলীপ ঘোষ, বিজেপি মহিলা মোর্চার নেত্রী । পাত্রী দঃ কলকাতা বিজেপির মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদার । নিউটাউনের বাসিন্দা রিঙ্কু, আজই ছাদনাতলায় দিলীপ ঘোষ । সম্ভবত আজই নিউটাউনের বাড়িতে রেজিস্ট্রি করে বিয়ে । ২০২১ সালে পরিচয়, ইকো পার্কে মর্নিং ওয়াকের সময় আলাপ দিলীপ ঘোষের হাত ধরেই বিজেপিতে পা রিঙ্কু মজুমদারের । ৬৩ বছরের দিলীপের সঙ্গে চার হাত এক ৫১ বছরের রিঙ্কুর । সঙ্ঘের প্রচারক থেকে ২০১৫-তে বঙ্গ বিজেপিতে দিলীপ । ১৫ ডিসেম্বর, ২০১৫: বিজেপির রাজ্য সভাপতি হন দিলীপ ঘোষ । ২০১৬: খড়গপুুর থেকে বিজেপি বিধায়ক হন দিলীপ ঘোষ । ২০১৯: মেদিনীপুর থেকে সাংসদ, ২০২৪-এ দুর্গাপুর-আসানসোলে হার । ২০২১: দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । সঙ্ঘের প্রচারক থেকে এবার সংসারী দিলীপ ঘোষ


















