Partha Bhowmick: 'দায়বদ্ধ' নাটকে মূল চরিত্রে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক, ভিড় উপচে পড়ল মধুসূদন মঞ্চে
ABP Ananda LIVE : মঙ্গলবার কলকাতার মধুসূদন মঞ্চে নৈহাটি ব্রাত্যজনের পরিবেশনায় উপস্থাপিত হল চন্দন সেনের লেখা নাটক 'দায়বদ্ধ'। তবে এবার মেঘনাদ ভট্টাচার্যের জায়গায় নাটকের মূল চরিত্র গগনকে মঞ্চে ফুটিয়ে তুলেছেন অভিনেতা ও তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। মঙ্গলবার মধুসূদন মঞ্চে ভিড় ছিল চোখে পড়ার মতো।
Kolkata News: ভর সন্ধেয় তরুণীকে নিগ্রহের চেষ্টা, তালতলায় ঘটল শিউরে ওঠার মতো ঘটনা
ভরসন্ধেয় শহরে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। কটূক্তির প্রতিবাদ করায় মারধর এবং পোশাক ছিঁড়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। গতকাল সন্ধে ৭টা নাগাদ তালতলা থানা এলাকায় লেনিন সরণিতে এই ঘটনা ঘটে। তরুণী জানিয়েছেন, তিনি একটি স্বেচ্ছাসেবী সংস্থায় পড়ান। অভিযোগ, গতকাল সন্ধেয় কর্মস্থল থেকে বাড়ি ফেরার সময় তরুণীকে লক্ষ্য করে কটূক্তি করে এক যুবক। প্রতিবাদ করায় তরুণীকে মারধর এবং তাঁর পোশাক ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করেছে তালতলা থানার পুলিশ। শ্লীলতাহানির অভিযোগে মামলা রুজু হয়েছে। পুলিশের দাবি, রাস্তায় যাওয়ার সময় ধাক্কা লাগাকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত। ঘটনাস্থলের CC ক্যামেরার ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের মোবাইলের ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।


















