Bula Chowdhury: বুলা চৌধুরীর বাড়িতে চুরির তদন্তে নেমে এক ফেরিওয়ালাকে গ্রেফতার করল পুলিশ
ABP Ananda LIVE: বুলা চৌধুরীর বাড়িতে চুরির তদন্তে নেমে এক ফেরিওয়ালাকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার 'পদ্মশ্রী' সাঁতারুর খোয়া যাওয়া অধিকাংশ পদক। হিন্দমোটরের বাড়িতে আজ ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞদের নিয়ে নমুনা সংগ্রহ করেন রাজ্য পুলিশের গোয়েন্দার দফতরের আধিকারিকরা। সঙ্গে ছিল চন্দননগর কমিশনারেটের পুলিশও।
আরও খবর
সিঙ্গুরের নার্সিংহোমে নার্সের রহস্যমৃত্যু, কল্যাণী এইমসে ময়নাতদন্ত। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নার্সের দেহের ময়নাতদন্ত। অবশেষে ৭২ ঘণ্টার টানাপোড়েনের পর হল ময়নাতদন্ত। ময়নাতদন্তের পর নন্দীগ্রামে ফিরল নার্সের দেহ। সিঙ্গুরের শিবম সেবাসদন নার্সিংহোমে ফরেন্সিক দল।
আড়িয়াদহের পর কামারহাটি, জয়ন্ত সিংহ-র পর এবার রোহিত সিংহ ! মদ খাওয়ার প্রতিবাদ করায় ফের 'আক্রান্ত' প্রতিবাদী। ২৫ নম্বর ওয়ার্ডে মদের ঠেক, প্রতিবাদ করায় মারধর ! বাড়ি ফেরার পথে তাঁকে মারধরের অভিযোগ পরিবারের। গণেশ পুজোর চাঁদা চাওয়ার অভিযোগ রোহিত সিংহ-র অনুগামীদের বিরুদ্ধে। চাঁদা দিতে অস্বীকার, মাটিতে ফেলে বেধড়ক মারধরের অভিযোগ। ফেসবুকে ভিডিও ভাইরাল, অভিযুক্তরা শাস্তি পাক, মন্তব্য কাউন্সিলরের । 'আক্রান্ত' প্রতিবাদী আদিত্য মোহান্তি সাগরদত্ত মেডিক্যালে ভর্তি। রোহিত সিংহ-সহ ৬ জনের বিরুদ্ধে বেলঘরিয়া থানায় FIR। সমস্ত অভিযোগ অস্বীকার অভিযুক্ত রোহিত সিংহ-র। কালীপুজোর কমিটি গঠন করা নিয়ে গন্ডগোল, বচসা দু'পক্ষের, খবর পুলিশ সূত্রে।



















