Child Trafficking: বাঁকুড়ার স্কুল থেকে 'শিশুপাচার', কেন্দ্রীয় স্কুলের অধ্যক্ষকে গ্রেফতার করল পুলিশ
শিশু পাচারের (Child trafficking) অভিযোগে বাঁকুড়ার (Bankura) কেন্দ্রীয় স্কুলের অধ্যক্ষকে গ্রেফতার করল পুলিশ। শিশু পাচারের অভিযোগে এক শিক্ষিকা-সহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজস্থানে (Rajasthan) পাচারের আগে পাঁচজন শিশুকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। দুর্গাপুরের বিভিন্ন জায়গা থেকে শিশু কিনে পাচারের চেষ্টার অভিযোগ। স্থানীয়দের দাবি, 'জোর করে শিশুদের গাড়িতে তোলার চেষ্টা করা হয়। হাতেনাতে পাকড়াও অভিযুক্তরা। গাড়ি থেকে ৪ জন শিশুকে উদ্ধার করা হয়েছে।' শিশু পাচারকাণ্ডে গ্রেফতার জওহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ। ‘ধৃত অধ্যক্ষের সঙ্গে বিজেপি সাংসদ সুভাষ সরকারের ছবি। বিজেপি (BJP) কি এমন অপরাধীকেই আশ্রয় দিচ্ছে?’, সুভাষ সরকারের সঙ্গে ধৃতের ছবি পোস্ট করে আক্রমণ করেন শশী পাঁজা।

















