Purba Burdwan : আত্মহত্যায় প্ররোচনা দেওয়ায় অভিযুক্ত শপথ নিলেন কাউন্সিলর হিসেবে, পূর্ব বর্ধমানে আলোড়ন | Bangla News
আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে যিনি অভিযুক্ত, তিনি কাউন্সিলর হিসেবে শপথ নিলেন এসডিও (SDO) অফিসে। তাঁকে শপথবাক্য পাঠ করান বর্ধমান উত্তরের মহকুমাশাসক। পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) এই ঘটনায় আলোড়ন পড়েছে। বর্ধমান পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে জয়ী হন বসির আহমেদ ওরফে বাদশা। গত ২ মার্চ এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বসির আহমেদের বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে। বর্ধমান থানায় দায়ের হয় অভিযোগ। ১৬ মার্চ কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন না বসির আহমেদ। ১৭ মার্চ বিকেলে তিনি শপথ নেন। থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও কীভাবে তিনি শপথ নিলেন, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। পুর আইন অনুযায়ী শপথ নিয়েছেন কাউন্সিলর, জানিয়েছেন এসডিও। পুরো বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে, জানিয়েছেন পুলিশ সুপার।

ট্রেন্ডিং
সেরা শিরোনাম
