Puri News: পুরীতে গুন্ডিচা মন্দিরের কাছে পদপিষ্ট হয়ে মৃত ৩, আহত ১০ জনেরও বেশি | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: পুরীতে রথযাত্রায় বিশৃঙ্খলা। গুন্ডিচা মন্দিরের কাছে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ৩ জনের। ১০ জনেরও বেশি আহত হয়েছেন। স্থানীয় সূত্রে খবর, আজ ভোর সাড়ে ৪টে নাগাদ গুন্ডিচা মন্দিরের কাছে শারধাবলিতে দুর্ঘটনা ঘটে। জগন্নাথ দর্শনের জন্য ভক্ত সমাগম হয়েছিল। দর্শনের জন্য ধাক্কাধাক্কি শুরু হয়। হুড়োহুড়িতে পদপিষ্ট হন বেশ কয়েকজন। এদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ২ মহিলা ও ৭০ বছরের এক বৃদ্ধও আছেন। সকলেই খুরদা জেলার বাসিন্দা। রথযাত্রা উপলক্ষ্যে যেখানে লক্ষ লক্ষ মানুষ জড়ো হন, সেখানে ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি কতটা ছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ভক্তদের অভিযোগ, ঘটনার সময় কোনও পুলিশ ছিল না। প্রশাসনিক অব্যবস্থাকেই দায়ী করেছেন দর্শনার্থীরা। পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল বলে দাবি করেছে পুরী পুলিশ।
আরও খবর...
আসানসোলে একটি আবাসনে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত ৩ । গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ । আসানসোল দক্ষিণ থানার বৈশালি পার্ক এলাকার ঘটনা । শনিবার রাতে আবাসনের নীচের তলা থেকে ধোঁয়া হয় । আবাসিকরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও সফল হননি । দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে
তবে আগুন লাগার কারন এখনো জানা যায়নি
কসবা থানার পর এবার আইন কলেজে জাতীয় মহিলা কমিশন । নির্যাতিতার বাড়িতে গিয়ে কথা বলতে চান NCW । ৫ সদস্যের SIT-এর সঙ্গেও কথা বলবে জাতীয় মহিলা কমিশন
ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা NCW-এর



















