এক্সপ্লোর
Rabindranath Ghosh: BJP নেতারা নির্বাচনের আগে বাড়িতে গেলে মহিলাদের কাটারি নিয়ে বেরোনোর দাওয়াই রবীন্দ্রনাথ ঘোষের | Bangla News
এবার বিজেপি নেতারা পঞ্চায়েত নির্বাচনের আগে বাড়িতে গেলে মহিলাদের কাটারি নিয়ে বেরোনোর দাওয়াই দিলেন রবীন্দ্রনাথ ঘোষ। তুফানগঞ্জে কর্মিসভায় তৃণমূল নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, '১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না। বিজেপি নেতারা পঞ্চায়েত নির্বাচনের আগে বাড়িতে গেলে বসিয়ে পান সুপারি খাওয়াবেন। তারপর টাকা চাইবেন। না বলতে পারলে, ডাং মারবেন।' পাল্টা বিজেপির কটাক্ষ, 'আসলে তৃণমূল হেরে যাবে বুঝে ভয়ে এসব বলছে।'
জেলার
লেখাপড়ার চাপ কমাতে পড়ুয়াদের পরামর্শ দিলেন বারাসাতের সাংসদ
আরও দেখুন


















