Rahul Sinha: একাধিক বিস্ফোরক মন্তব্য় করে মুখ খুললেন রাহুল, তথাগত, সায়ন্তন বসুরা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কেউ বললেন, অন্তর্ঘাত। কেউ আবার তুললেন প্রতিপক্ষের কাছ থেকে ঘুষ নেওয়ার মতো অভিযোগ। কাল কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে, দলের গুরুত্বপূর্ণ বৈঠকের আগে, একাধিক বিস্ফোরক মন্তব্য় করে মুখ খুললেন রাহুল সিনহা, তথাগত রায়, সায়ন্তন বসু, রাজকমল পাঠকের মতো বিজেপির আদি নেতারা।
ঢোলাহাট থানার পুলিশ লকআপে মারধরের পর যুবকের মৃত্যুর অভিযোগের তদন্তভার নিল CID. ঢোলাহাটের ঘাটবকুলতলা গ্রামের বাসিন্দা ২২ বছরের আবু সিদ্দিক হালদারকে চুরির অভিযোগে ১ জুলাই রাতে আটক করে পুলিশ। পরিবারের দাবি, ৪ জুলাই জামিন পাওয়ার পর ওই যুবক অসুস্থ হয়ে পড়েন। ৮ জুলাই পার্ক সার্কাসের নার্সিংহোমে তাঁর মৃত্যু হয়।
ফের তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। এবার কাঁথির তৃণমূল নেতার বিরুদ্ধে, জুনপুটে DRDO-র প্রকল্পের জমি দখল করে তোলাবাজির অভিযোগ তুললেন বিজেপি নেতা শঙকুদেব পাণ্ডা। যদিও, অভিযোগ উড়িয়ে তৃণমূল নেতার পাল্টা দাবি, ওই জায়গায় DRDO-র ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হলে বহু মানুষের জীবন-জীবিকা নিয়ে সংশয় তৈরি হবে।




















