Ramnavami News: রামনবমীতে পথে নামছে তৃণমূলও | কলকাতা ছাড়াও একাধিক জায়গায় মিছিল শাসকদলের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: রামনবমীতে পথে নামছে তৃণমূলও। কলকাতা শুধু নয়, আসানসোল, শিলিগুড়ির মতো হিন্দিভাষী মানুষদের বসবাস যেখানে বেশি, সেইরকম এলাকায় মিছিল করবে রাজ্য়ের শাসক দল। জলপাইগুড়িতে আবার রামনবমীর শোভাযাত্রার আমন্ত্রণ জানিয়ে, বাড়িবাড়ি লিফলেট বিলি করছেন তৃণমূল কাউন্সিলর। অন্য়দিকে, নদিয়ায় শতাব্দী প্রাচীন রঘুনাথ জিউ মন্দির সংস্কারে, নিজের এলাকা উন্নয়ন তহবিল থেকে টাকা দিলেন, শান্তিপুরের তৃণমূল বিধায়ক।
আরও খবর..
বেলঘরিয়ায় তৃণমূল কর্মীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করে খুন। এই ঘটনায় বিহার-যোগ সামনে এসেছে। পুলিশ সূত্রে দাবি, শ্যুটআউটকাণ্ডে মূল অভিযুক্ত মনোজ রব্বানি বিহার পালিয়ে গেছে। মনোজই গুলি চালিয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে। তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় ৬ জন যুক্ত ছিল। এদের মধ্যে ৪ জনকে গ্রেফতার করেছে বেলঘরিয়া থানার পুলিশ। গতকাল ভোরে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের নীচে রাজীবনগরে মহম্মদ এনায়েতুল্লা ওরফে রিহানকে মাথায় গুলির ক্ষত নিয়ে রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ২৮ বছরের ওই তৃণমূল কর্মীকে সাগর দত্ত মেডিক্যালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। নিহত তৃণমূল কর্মী প্রোমোটিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। প্রোমোটিং বিবাদে খুন কি না, খতিয়ে দেখছে পুলিশ।



















