Ramnavami violence: রামনবমীতে যে অশান্তি ঘটেছিল, তার তদন্ত করবে NIA
রামনবমীতে হাওড়া, হুগলি, ডালখোলায় অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ (Ram Navami Violence)। নির্দেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি. এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের। আগামী দুই সপ্তাহের মধ্যে এনআইএ-কে সমস্ত নথি হস্তান্তরের জন্য রাজ্যকে নির্দেশ (Calcutta High Court)। এ নিয়ে মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
এখনও পর্যন্ত নির্দেশনামার বিশদ নথি আসেনি। তবে বিচারপতি জানিয়েছেন, রামনবমীতে যে অশান্তি ঘটেছিল, তার তদন্ত করবে এনআইএ। রাজ্য পুলিশের তরফে সব তথ্য এবং নথি তুলে দিতে হবে এনআইএ-র হাতে। মূলত এই মামলায় শুভেন্দু জানিয়েছিলেন, হাওড়া-সহ একাধিক জায়গায় পর পর যে অশান্তি হয়, তা সিবিআই বা এনআইএ, বা দুই সংস্থাকেই যৌথ ভাবে তদন্তের ভার দেওয়া হোক। দীর্ঘ দিন সেই নিয়ে শুনানি চলছিল। বিচারপর্ব চলেছে। দু'পক্ষের আইনজীবীরা সওয়াল জবাব করছিলেন এতদিন। তবে রায়দান স্থগিত ছিল। বৃহস্পতিবার সিদ্ধান্ত জানাল কলকাতা হাইকোর্ট।
তবে এই মামলার তদন্তভার আপাতত সিবিআই-কে নয়, এনআইএ-কে দেওয়া হল। মামলা দায়ের হওয়ার পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আগেই জানিয়েছিলেন যে, গোটা ঘটনায় যাঁরা প্ররোচনা জুগিয়েছেন বলে দেখা যাচ্ছে, প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে যাঁরা উস্কানি জুগিয়েছেন এবং তা থেকে ফায়দা তোলার চেষ্টা করেছেন, সকলকে খুঁজে বার করতে হবে। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।