Ration Scam: 'জামিন পাওয়ার অর্থ অভিযোগ মুক্ত হওয়া নয়, পাপমোচন নয়', আক্রমণ শমীকের
ABP Ananda Live: 'জামিন পাওয়া সকলের আইনি অধিকার। জামিন পাওয়ার অর্থ অভিযোগ মুক্ত হওয়া নয়। পাপমোচন নয়। দুর্নীতি হয়েছে এটা প্রমাণিত এবং প্রতিষ্ঠিত। পশ্চিমবঙ্গের রেশন দুর্নীতির ইতিহাসে সর্বকালীন সর্ববৃহৎ দুর্নীতি যদি টাকার অঙ্কে হিসাব করা যায় এই দুর্নীতি অন্যান্য যেকোনও দুর্নীতিকে ছাড়িয়ে যাবে', বললেন শমীক।
ভয়ানক ! আরও হেলে পড়েছে বাঘাযতীনের বহুতল, বাড়ি ছাড়তে হচ্ছে পাশের বাড়ির বাসিন্দাদেরও
তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বহুতল। মাথার ছাদ নিয়ে অনিশ্চয়তায় একাধিক পরিবার। ক্রমেই বিপদ বাড়ছে বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনির বাসিন্দাদের। ক্রমেই আরও হেলে পড়ছে বহুতল। তাতেই রাতের ঘুম উড়েছে ভেঙে পড়া বহুতলের পাশের বাড়িটির বাসিন্দাদের। তাঁদের অভিযোগ, আরও হেলে পড়ছে বহুতল। যে কোনও মুহূর্তে তা ধসে পড়তে পারে পাশের বাড়িটির উপর। তাই এই শীতে বাড়ি ছেড়ে রাস্তায় বাস করতে হচ্ছে পাশের বাড়ির মানুষদেরও।



















