Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে কি শিক্ষক ও অশিক্ষক কর্মীদের যোগ রয়েছে? উঠে এল নতুন তথ্য।
Calcutta High Court: নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) কি শিক্ষক ও অশিক্ষক কর্মীদের যোগ রয়েছে? রাজ্য় জুড়ে নিয়োগ দুর্নীতিতে কি শিক্ষকদেরও র্যাকেট চলত? অযোগ্য় চাকরিপ্রার্থীদের সিবিআই (CBI) জিজ্ঞাসাবাদে উঠে এল শিক্ষক ও অশিক্ষক কর্মীদের নাম। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, অযোগ্য় চাকরিপ্রার্থীদের জিজ্ঞাসাবাদ করে ৩৭ জনের নাম পাওয়া গেছে। এর মধ্য়ে রয়েছে বিভিন্ন সকুলে কর্মরত ১১ জন শিক্ষক ও ২ জন অশিক্ষক কর্মীর নাম। অযোগ্য়দের বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ায় কি ভূমিকা ছিল শিক্ষক ও অশিক্ষক কর্মীদের? সরাসরি টাকার লেনদেনেও যুক্ত ছিলেন তাঁরা? জানতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সিবিআই সূত্রের খবর, সোমবার থেকে শিক্ষক, অশিক্ষক কর্মী সহ ৩৭ জনকে তলব করা হবে। নিট-দুর্নীতিতে চাঞ্চল্যকর স্বীকারোক্তি এগজাম-মাফিয়া অমিত আনন্দর। তাঁর দাবি, পরীক্ষার একদিন আগেই ফাঁস হয়েছিল প্রশ্ন (NEET Paper Leak)। পরীক্ষার্থী পিছু নেওয়া হয়েছিল ৩০-৩২ লক্ষ টাকা। ইতিমধ্যেই, অমিত আনন্দর ফ্ল্যাট থেকে নিট-এর প্রশ্ন ও উত্তরপত্র পোড়া অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। জুনের UGC-NET বাতিল করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। ইউজিসি-নেট বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ। ABP nanda live
![Suvendu Adhikari: 'হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে', কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী? ABP Ananda Live](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/05/646c44029658c13219f6a006b79281341738694205421967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)