Recruitment Scam: হল না পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি, কবে হবে পরবর্তী শুনানি?
Partha Chatterjee: ঝুলে রইল পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি। ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ সিবিআই আদালতে হল না জামিন-মামলার শুনানি। প্রাথমিক দুর্নীতি সংক্রান্ত সব মামলার শুনানি। বিশেষ আদালতে হোক, চাইছে ইডি। এক বিচারকের এজলাসেই শুনানি চায় ইডি। প্রাথমিক দুর্নীতি-মামলার শুনানি কোন আদালতে হবে, সিদ্ধান্ত হবে ২২ নভেম্বর। তারপর হবে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি।
হাড়োয়ায় বুথের ১০০ মিটাররে মধ্যে শাসক দলের দেওয়াল লিখন। সেই দেওয়াল লিখন মুছে দিল নির্বাচন কমিশন। বুথের কাছাকাছি দেওয়াল লিখন, প্রশাসনের নির্দেশে মোছা হল দেওয়াল লিখন। আরও খবর, আজ ৬টি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। মোতায়েন থাকছে ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া এই পাঁচটি জেলার ৬টি কেন্দ্রে উপ নির্বাচন হবে। এরমধ্য়ে কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রে মোতায়েন থাকছে ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।