Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে ফের ভর্ৎসনা সিবিআইয়ের বিশেষ আদালতের
Recruitment Scam: গতকাল সুপ্রিম কোর্টও তুলোধোনা করেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে। 'অন্যদের সাথে তুলনা করবেন না, সবাই শিক্ষামন্ত্রী ছিল না, আপনি ছিলেন', পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে উদ্দেশে মন্তব্য বিচারপতি সূর্যকান্তর। 'বাকিরা এবং আপনি সমান নয়, তুলনা করার আগে লজ্জা পাওয়া উচিত'। 'অর্পিতা, মানিক-সহ অনেকেই জামিন পেয়েছেন, আমি কেন পাব না?' সুপ্রিম কোর্টে মরিয়া সওয়াল পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর। 'এরা সবাই আপনার সঙ্গেই কাজ করেছে, আপনি মন্ত্রী ছিলেন'। তাই আপনার সঙ্গে অন্যদের অবস্থান সমান নয়, মন্তব্য বিচারপতি সূর্যকান্তর। 'নিজের এবং মায়ের নিরাপত্তার কথা ভেবে মুখ খুলতে পারেননি, বলেছেন অর্পিতা'। '৫০ কোটি টাকা এবং গয়না নিয়ে যা বলার সেটা পার্থ চট্টোপাধ্যায় বলতে পারবেন'। এই সম্পত্তি তাঁর নয় বলে দাবি করেছেন অর্পিতা, আদালতে সওয়াল ইডি-র।