Recruitment Scam : অতিরিক্ত শূন্যপদেও টাকার খেলা ? কোর্টে বিস্ফোরক দাবি CBI এর I SSC SCam
ABP Ananda LIVE : 'অতিরিক্ত শূন্যপদে নিয়োগের জন্যেও টাকার লেনদেন হয়েছিল'। শারীরশিক্ষা-কর্মশিক্ষায় নিয়োগের মামলায় কোর্টে বিস্ফোরক CBI। 'তবে কতজন টাকা দিয়েছেন, সেটা এখনই আলাদা করে বলা সম্ভব নয়'। 'কতজন টাকা দিয়েছেন, তা বলতে গেলে তদন্ত করতে হবে'। 'তদন্ত শুরু করতে হলে FIR করতে হবে, লাগবে কোর্টের অনুমতি'। টাকার বিনিময়ে চাকরি নিয়ে আদালতের প্রশ্নের মুখে জানাল CBI। ৪ জুলাই হাইকোর্টে শারীরশিক্ষা-কর্মশিক্ষায় নিয়োগের মামলার ফের শুনানি।
SSC Case: 'কেন নতুন বিধি এনে জটিলতা ?', এবার হাইকোর্টের প্রশ্নের মুখে এসএসসি
নতুন পরীক্ষাবিধি নিয়ে এবার হাইকোর্টের প্রশ্নের মুখে SSC. 'পুরনো বিধি অনুযায়ী নিয়োগের নির্দেশের পরে, কেন নতুন বিধি এনে জটিলতা ?', কমিশনকে প্রশ্ন বিচারপতির। 'চিহ্নিত অযোগ্যদের কেন নতুন নিয়োগে অংশ নিতে বারণ করা হল না ? কেন স্পষ্ট করে দেওয়া হল না ৩০ মে-র নিয়োগ বিজ্ঞপ্তিতে ? সোমবারের মধ্যে জানাতে হবে রাজ্য SSC-কে' , নির্দেশ হাইকোর্টের। SSC-র নতুন নিয়োগ বিধি অনুযায়ী, এবার ৬০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। আগে যা ছিল ৫৫ নম্বরের। নতুন পদ্ধতিতে অ্যাকাডেমিক পারফরম্যান্সের গুরুত্ব হ্রাস করা হয়েছে। শিক্ষাগত যোগ্য়তার জন্য আগে আবেদনকারীরা পেতেন ৩৫। এখন পাবেন ১০। পাশাপাশি, শিক্ষকতার অভিজ্ঞতা ১০ এবং লেকচার ডেমনস্ট্রেশনের জন্য ১০ নম্বর।



















