Recruitment Scam : টাকা নিয়েও দেওয়া যায়নি চাকরি। ফেরত দিতে ৩ কোটিতে জমি বিক্রি কালীঘাটের কাকুর !
ABP Ananda LIVE : নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআইয়ের দেওয়া সাপ্লিমেন্টারি চার্জশিট থেকে ইতিমধ্য়েই সামনে এসেছে একের পর এক চাঞ্চল্য়কর তথ্য়! সেই তালিকায় এবার নতুন সংযোজন। এই চার্জশিটে সিবিআই দাবি করেছে, টাকা নিয়েও, অনেক প্রার্থীকে চাকরি দিতে পারেননি সুজয়কৃষ্ণ ভদ্র এবং অরুণকুমার হাজরা। চাপের মুখে, টাকা ফেরত দিতে, বেহালার ম্য়ান্টনে জমি বিক্রি করেছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র। তবে সেখানেও রয়েছে একটা ফাঁক। সাপ্লিমেন্টারি চার্জশিটে সিবিআই দাবি করেছে, জমি সাড়ে ৩ কোটি টাকায় বিক্র করা হয়। কিনতু, সেল ডিডে কনসিডারেশন অ্য়ামাউন্ট দেখানো হয় ৩ কোটি ২৫ লক্ষ টাকা।
Kumortuli Case: টাকাপয়সা-সোনাদানা-সম্পত্তি থাকাই কাল হল সুমিতা ঘোষের!
টাকাপয়সা-সোনাদানা-সম্পত্তি থাকাই কাল হল সুমিতা ঘোষের। কুমোরটুলিতে ট্রলি ব্যাগে দেহ উদ্ধারের ঘটনায় মা-মেয়ের লোভের শিকার পিসি শাশুড়ি সুমিতা। এমনটাই মনে করছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, কলকাতা, লেকটাউন ও অসমের জোড়হাটে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল সুমিতার। অগাধ সম্পত্তির মালিক ছিলেন ওই মহিলা। লেকটাউনে বাড়ি ছিল সুমিতার। যে বাড়িতে সুমিতার এক ভাই থাকতেন। কিন্তু সম্প্রতি সুমিতা চেয়েছিলেন শ্বশুরবাড়িতে ফিরে যেতে। তাই ফাল্গুনী ও এক আইনজীবীকে নিয়ে পূূর্ব বর্ধমানের নাদনঘাটে গিয়ে দেখা করেছিলেন স্বামীর সঙ্গে। কিন্তু সুমিতার স্বামী রাজি হননি ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে। সম্পত্তি, সোনার গয়না এবং টাকাপয়সা হাতাতেই সুমিতাকে খুনের ছক কষেন ফাল্গুনী ও তাঁর মা আরতি ঘোষ। এমনটাই মনে করছে পুলিশ।


















