RG Kar news এবার আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সরাসরি হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের
ABP Ananda Live: এবার আন্দোলনরত ডাক্তারদের সরাসরি হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের। 'ডাক্তাররা শুধু নিজেদের স্বার্থ দেখলে, আমরাও মানুষের স্বার্থ রক্ষায় এবার রাস্তায় নামব। ডাক্তাররা সরকারি ভাতা-বেতন নিচ্ছেন, মানুষকে পরিষেবা দেওয়া তাঁদের দায়িত্ব। সেই জায়গায় আমরা হাত দিলে তখন কী হবে?' একজনকে ধর্ষণ করে খুন করা হয়েছে, অপরাধীর শাস্তি আমরাও চাই। কিন্তু সেটা নিয়ে দিনের পর দিন পরিষেবা বন্ধ করলে প্রতিরোধের অধিকার আমাদেরও আছে। পাবলিক মরছে, তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবে কেন? ডাক্তারদেরও ঘেরাওয়ের অধিকার সংবিধান আমাদের দিয়েছে। হুঙ্কার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের ।
'সাধারণ মানুষ কাছে-দূরের বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে আমাদের খাবার, জল প্রত্যেকটি জিনিস দিয়ে সাহায্য করছেন এবং পাশে থাকছেন। সেই জায়গায় দাঁড়িয়ে সেই মানুষদের জন্য কিছু করা হয়ত তাঁর সামর্থ কম কিন্ত তাঁরা ইচ্ছেটি প্রবল। একটি হাত পাখা নিয়ে প্রত্যেকটি আন্দোলনকারীদের হাওয়া করছেন যাতে কারুর গরম না লাগে। তিনিও কিন্তু এই আন্দলনের একজন আন্দোলনকারী। এইটার পিছনে মনে হয় না কোনও রাজনীতি আছে। প্রত্যেক মানুষই রাজনীতি নিয়ে থাকে, প্রত্যেক মানুষের একটি নিজস্ব নিজস্ব রাজনীতি আছে কিন্তু রাজনীতির বাইরেও প্রত্যেকটি মানুষের যে মনুষ্যত্বের জায়গাগুলো আছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই আন্দোলন। এই আন্দোলনে কোনও রাজনীতির রং নেই, কোনও রাজনীতির প্রভাব নেই, সম্পূর্ণ একটি অরাজনৈতিক আন্দোলন', মন্তব্য জুনিয়র চিকিৎসকের।