RG Doctor Death Case: RG কর কাণ্ডে শিয়ালদা আদালতে চতুর্থ স্টেটাস রিপোর্ট জমা দিল CBI
ABP Ananda Live: আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায়, শিয়ালদা আদালতে চতুর্থ স্টেটাস রিপোর্ট জমা দিল CBI। যদিও কেন্দ্রীয় এজেন্সির তদন্তে ফের অসন্তোষ প্রকাশ করল নিহতের পরিবার। তাঁর মা স্পষ্ট জানিয়ে দিলেন, 'CBI-এর উপর তাঁদের আর ভরসা নেই।' আশঙ্কা প্রকাশ করে বাবা বললেন, 'ভারতের এক নম্বর গোয়েন্দা সংস্থা CBI, তারা সবকিছু জানে। কোনও অজ্ঞাত কারণে চাপা দিয়ে রাখছে।' CBI-এর তদন্তের অগ্রগতি নিয়ে চলছে রাজনৈতিক চাপানউতোর।
OBC সংরক্ষণ ইস্যুতে চাপানউতোর, কীসের ভিত্তিতে সংরক্ষণের তালিকা রাজ্যের ? জানালেন মুখ্যমন্ত্রী; বড় প্রশ্ন শুভেন্দুর
OBC সংরক্ষণ নিয়ে উত্তেজনা ছড়াল পশ্চিমবঙ্গ বিধানসভায়। ধর্মের ভিত্তিতে নয়, আর্থিক অবস্থা বিবেচনা করেই, OBC-র ক্য়াটিগরি করা হয়েছে। আজ বিধানসভায় দাঁড়িয়ে এ নিয়ে সরকারের অবস্থান ব্য়াখ্য়া করলেন মুখ্য়মন্ত্রী। পাল্টা সংখ্য়ালঘু তোষণের অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। বলেন, এটা মুসলিম লিগের সরকার হয়ে গেছে। ওবিসি সংরক্ষণ ইস্যুতে মঙ্গলবার তপ্ত হয়ে ওঠে বিধানসভা। নতুন করে সংরক্ষণ তালিকা প্রকাশ নিয়ে বিধানসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। এরপরই বিরোধী দলনেতা বক্তব্য রাখার জন্য হাত তুলে আবেদন জানান। কিন্তু তাঁকে বিধানসভায় বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এরপরই বিধানসভার গেটের বাইরে বেরিয়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা।



















