RG Kar Case: পুজো-উৎসবে ফেরার আহ্বান জানিয়েছেন মুখ্য়মন্ত্রী! বাকিরা কী বলছেন? ABP Ananda Live
আন্দোলনের রাস্তা ছেড়ে, পুজো-উৎসবে ফেরার আহ্বান জানিয়েছেন মুখ্য়মন্ত্রী। যার বিরুদ্ধে সরব হয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরাও। বোনের মর্মান্তিক মৃত্যু ভুলে তাঁরা উৎসবে ফিরবেন না। পরিষ্কার জানিয়ে দিলেন তাঁরা। মুখ্য়মন্ত্রীর মন্তব্য়ের সমালোচনায় সরব হয়েছেন টলিপাড়ার পরিচিত মুখরাও।
স্বাস্থ্যভবনের সামনে রাতভর অবস্থানে জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারীদের জন্য রাতের খাবার এল যাদবপুর, এসএসকেএম সহ বিভিন্ন জায়গা থেকে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এলেন সহ নাগরিকরা।
সন্দীপ ঘোষকে পেশ করা ঘিরে মঙ্গলবার উত্তাল হল আলিপুরের বিশেষ সিবিআই আদালত। আদালত থেকে বেরনোর সময় সন্দীপ ঘোষের প্রিজন ভ্য়ানে চটির বাড়ি মারলেন এক ব্য়ক্তি। দফায় দফায় বিক্ষোভ দেখালেন মহিলা আইনজীবীরা। সন্দীপ ঘোষ সহ ৪ অভিযুক্তকে এদিন হেফাজতে চায়নি সিবিআই। তাদের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।