RG Kar Doctor Death: আইএমএ কলকাতা শাখার সহ সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন কৌশিক বিশ্বাস।
ABP Ananda LIVE: আইএমএ কলকাতা শাখার সহ সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন কৌশিক বিশ্বাস। আইএমএ কলকাতা শাখার সভাপতি এবং আইএমএ রাজ্য শাখাকে ই-মেল পাঠিয়ে পদত্যাগ, জানালেন কৌশিক বিশ্বাস। 'পদত্যাগের নেপথ্যে রয়েছে আর জি করকাণ্ডে আইএমএ কলকাতা শাখার নিষ্ক্রিয়তা। আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আইএমএ কলকাতা শাখার সদস্য ছিলেন। তাঁর বিরুদ্ধেও স্বতঃপ্রণোদিত ব্যবস্থা নেওয়া হয়নি। আইএমএ হেডকোয়ার্টারের নির্দেশের পরে সন্দীপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়', অভিযোগ কৌশিক বিশ্বাসের।
স্টুডিওপাড়াতেও এবার থ্রেট কালচারের অভিযোগ। আর তার জেরে কাজ না পেয়ে, কেশসজ্জা শিল্পীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ করল পরিবার। টলিপাড়ায় থ্রেট কালচার এখন জলভাত হয়ে গিয়েছে, এমনটাই দাবি করছেন অনেক কলাকুশলীরাই। আর কেশসজ্জা শিল্পীর এই ঘটনা, স্মৃতি উস্কে দিচ্ছে কয়েকমাস আগে পরিচালক রাহুল মুখোপাধ্য়ায়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা