RG Kar Doctor Death: 'জুনিয়র ডাক্তাররা যে প্রশ্নগুলো করেছে তার উত্তর দিতেই হবে', বললেন সুদীপ্তা
ABP Ananda LIVE: 'যতটুকু সময় পেয়েছি আর জি করে নিজে গেছি, যেখানে যেমন করে পেরেছি । আমি একা নয় আমার অনেক সহকর্মী সমস্ত মিছিলে যোগ দিয়েছি। আমি মিছিলে নামছি কিনা সেটা গুরুত্ব নয়, এত মানুষ নেমেছেন রাস্তায় যতদিন না আমরা সদুত্তর পাচ্ছি যেগুলো লুকানোর চেষ্টা হচ্ছে সেই সত্যগুলো আমরা যেন জানতে পারি। সময় নিক কিন্তু অনেক প্রশ্ন উঠছে। এই প্রশ্নের উত্তর আমাদের চাই। জুনিয়র ডাক্তাররা যে প্রশ্নগুলো করেছে তার উত্তর দিতেই হবে', বললেন সুদীপ্তা।
আর জি কর কাণ্ডের বিচার চেয়ে রং তুলি, মানব বন্ধনে শহর জুড়ে প্রতিবাদ। দিকে দিকে প্রতিবাদ মিছিল। গান-কবিতা প্রতিবাদে পথে নাগরিকরা। কাল চিকিৎসক ধর্ষণ-খুনের ১ মাস, আজ ফের 'রাত দখল'। কাল সুপ্রিম কোর্টে ফের আর জি কর-কাণ্ডের শুনানি, তার আগে আজ ফের রাত জাগবে বাংলা। কাল শিলিগুড়িতে ভোর দখলের ডাক। আর জি কর কাণ্ডের বিচার চেয়ে ফের পথে চিকিৎসকরা । মৌলালিতে কালো বেলুন উড়িয়ে প্রতিবাদ চিকিৎসকদের। গড়িয়াহাটে মানববন্ধন কর্মসূচি পালন স্কুলের প্রাক্তনীদের। সিমলা স্ট্রিটে মশাল মিছিল, বিচার চেয়ে পথে টালিগঞ্জের কলাকুশলীরাও। নৈহাটিতে আর জি করকাণ্ডে প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ। মিছিল চলাকালীন কিছু দুষ্কৃতী ঢুকে পড়ে হামলার অভিযোগ। মিছিলে বাধা, মারধর, মাইকের তার ছিড়ে দেওয়ার অভিযোগ।