RG Kar Doctor Protest: বাংলায় যে পরিস্থিতি আছে, সেখানে গণ আন্দোলন গুরুত্বপূর্ণ: ছাত্র সমাজ
ABP Ananda LIVE: 'বাংলায় যে পরিস্থিতি আছে, সেখানে গণ আন্দোলন গুরুত্বপূর্ণ'। 'এই গণ আন্দোলনকে রাজনৈতিক রঙ দেবেন না'। 'স্বতঃস্ফূর্তভাবে ছাত্রসমাজ পা বাড়াতে চলেছে'।
'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে কোনও সংগঠনের কথা আগে শুনিনি'। 'শুরু থেকে বলা হচ্ছে এই সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক'। 'বলা হচ্ছে এটা ছাত্র আন্দোলন, অথচ পরীক্ষার দিন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে'। 'সংগঠকদের একজন গতকাল শহরের পাঁচতারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করেছেন'। 'মহিলা ও পড়ুয়াদের সামনে রেখে পিছন থেকে অশান্তি-হিংসার চক্রান্ত করা হচ্ছে'। 'নেপথ্যে যাঁরা আছেন, তাঁরা হয়ত ঘটনাস্থলে থাকবেন না, কিন্তু উস্কানি দেবেন'। 'তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ করবে পুলিশ'। 'কাল NTA-এর পরীক্ষা রয়েছে'। 'পরীক্ষার্থীদের যাতে কোনও সমস্যা না হয়, পুলিশ সেই চেষ্টা করবে'। 'কালকের নবান্ন অভিযানের নেপথ্যে রয়েছে দুষ্কৃতীরা, তথ্য আছে পুলিশের কাছে'। 'অশান্তির ছক কষছে দুষ্কৃতীরা'। 'নবান্ন চত্বরে কর্মসূচি করতে গেলে পুলিশের অনুমতি প্রয়োজন'।
![Mamata Banerjee: বিদ্যুতের দাম কমবে ? কী জানালেন মমতা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/9256d29ed6662d75137b6e576fd0128d1739881728453535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)