![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
RG Kar News: আর জি কর কাণ্ডের তদন্তে এবার মুখ্যমন্ত্রীর ফোনও CBI স্ক্যানারে আনার দাবি সুকান্তর
ABP Ananda Live: আর জি কর কাণ্ডের তদন্তে এবার মুখ্যমন্ত্রীর ফোনও CBI স্ক্যানারে আনার দাবি সুকান্তর। 'পুরো স্বাস্থ্য ব্যবস্থা একটি দুষ্ট চক্র চালাচ্ছে'। 'বাংলার মানুষ দেখতে চায়, স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতেও যাক CBI'। মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। স্বাস্থ্যসচিব, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, ডিজিপি, পুলিশ কমিশনারেরও ফোন বাজেয়াপ্ত করার দাবি।
রবিবার সাতসকালে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে সিবিআই। সোয়া একঘণ্টা পর দরজা খুললেন আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ। দীর্ঘ অপেক্ষার পর বাড়িতে ঢুকলেন সিবিআই আধিকারিকরা। সিবিআইয়ের এই দলে রয়েছেন মহিলা আধিকারিকও। নিরাপত্তার খাতিরে এলাকা ঘিরে রেখেছে CISF। সন্দীপ ঘোষের বাড়ির বাইরে আগে থেকেই মোতায়েন রয়েছে কলকাতা পুলিশের একটি দল সিবিআই আধিকারিকরা বেশ কয়েকবার কলিংবেল বাজালেও বাড়ি থেকে সাড়া দেননি কেউ। সন্দীপ ঘোষের নাম ধরেও বেশ কয়েকবার ডাকা হয় ফোনও করা হয় আর জি কর মোডিক্যালের প্রাক্তন অধ্যক্ষকে। এরপর বেলেঘাটা থানায় যান দুই সিবিআই আধিকারিক। তার কিছুক্ষণের মধ্যেই দরজা খোলেন সন্দীপ ঘোষ। আর জি কর মেডিক্যালে পড়ুয়া-চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনা ছাড়াও হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তে সিবিআই। আর্থিক অনিয়ম-মামলায় প্রথম FIR-ও দায়ের করে তারা। গতকাল সন্দীপ ঘোষকে ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় এজেন্সি। এই নিয়ে গত ৯ দিনে ১০০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষকে।
![Sukanta Majumdar: 'তৃণমূলে নেতাদের নামে বেনামে কোটি কোটি টাকার সম্পত্তি আছে', আক্রমণ সুকান্তর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/08/265d9d9c0b49ab4e6395bc57abfcad9d1736327324794968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Malda News : 'ফাঁসানো হয়েছে আমাকে', অভিযোগ তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারির](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/08/18426a738e6a16575e09a7dcc801e52c1736326553322968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Malda News: 'এই ঘটনার পিছনে আরও কিছু মাথা থাকতে পারে, আন্দাজ করছি',বললেন নিহত TMC নেতার স্ত্রী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/08/5eb954a242d3f61bbd99c13a677d58541736318851967968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Malda News: রাতভর জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হল মালদার TMC নেতা হত্যাকাণ্ডে এক TMC নেতাকে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/08/280eb65c17963dd4d332a9607fa3afd21736318063031968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Bengal Tiger: টোপ না খেয়েই জঙ্গলে ফিরে গেছে রয়্যাল বেঙ্গল। পায়ের ছাপ দেখে দাবি বন দফতরের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/08/f9b7e2ec5b74f1c431901518f37906271736317640478968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)