RG Kar Protest: আর জি কর কাণ্ডে প্রতিবাদ ঘিরে বিটি রোডে উত্তেজনা,সার সার দিয়ে দাঁড়িয়ে গাড়ি, ট্রাক
ABP Ananda LIVE: আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিটি রোডে প্রতিবাদ। প্রতিবাদে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও প্রাক্তনীরা। অভিযোগ, প্রতিবাদীদের মধ্যে পুলিশ লেখা বাইক নিয়ে ঢোকে এক সিভিক ভলান্টিয়ার। ওই সিভিক ভলান্টিয়ার মত্ত অবস্থায় ছিল, অভিযোগ বিক্ষোভকারীদের। অভিযোগ, ওই সিভিক ভলান্টিয়ারকে তড়িঘড়ি সরিয়ে নিয়ে যায় পুলিশ। এর প্রতিবাদে সিঁথি মোড়ে অবস্থান কর্মসূচি পড়ুয়া ও প্রাক্তনীদের। প্রতিবাদের আঁচ টের পেতেই অ্যাকশনে পুলিশ। সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে FIR দায়ের করে হেফাজতে নিল পুলিশ। অভিযুক্ত সিভিকের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে FIR। পুলিশ অ্যাকশন নিতেই সিঁথি মোড়ে সাড়ে ৪ ঘণ্টার অবরোধ তুললেন প্রতিবাদীরা।
আর জি কর-কাণ্ডে এবার কুণাল ঘোষের নিশানায় টালিগঞ্জের স্টুডিওপাড়ার একাংশ ।'পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করতে মুম্বইয়ে ছবি তৈরি হয়েছে, কী করছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি?' । 'বিশেষ করে সেই সমস্ত প্রযোজক, পরিচালক, অভিনেতা, যাঁরা তৃণমূলের পদাধিকারী...''...যাঁরা ক্ষমতার ছত্রচ্ছায়ায় রয়েছেন, মমতা-অভিষেকের সঙ্গে মঞ্চ ভাগ করছেন' । বাংলার বিরুদ্ধে এই অপপ্রচার রুখতে তাঁরা কী করছেন? প্রশ্ন কুণালের । 'বিজেপির ন্যারেটিভ তৈরি করতে মুম্বইয়ের পরিচালক, প্রযোজক, অভিনেতারা রাজনৈতিক ছবি করেন'। এবার তো বাংলা নিয়ে কুৎসার ঝুলি আসছে' । অথচ টালিগঞ্জের বাবু/বিবিরা, যাঁরা মমতার সঙ্গে এক মঞ্চে, এক ফ্রেমে থাকেন...' তাঁরা নিজেদের ইমেজ গড়তে পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত, আক্রমণ কুণালের। রাজ্য মহিলা কমিশনে তালা লাগাও কর্মসূচি বিজেপির মহিলা মোর্চার। করুণাময়ীতে বিজেপির মহিলা মোর্চার মিছিল। মিছিল শুরুর আগেই করুণাময়ীতে পুলিশের ধরপাকড়। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানে লাঠিচার্জ, কলকাতার পুলিশ কমিশনারকে নোটিস।