RG Kar Case: চলছে আন্দোলন, এরপর কী করবেন আন্দোলনরত ডাক্তাররা? ABP Ananda Live
রাত পেরিয়ে সকাল। চলছে আন্দোলন। এরপর কী করবেন আন্দোলনরত ডাক্তাররা?
আন্দোলনের রাস্তা ছেড়ে, পুজো-উৎসবে ফেরার আহ্বান জানিয়েছেন মুখ্য়মন্ত্রী। যার বিরুদ্ধে সরব হয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরাও। বোনের মর্মান্তিক মৃত্যু ভুলে তাঁরা উৎসবে ফিরবেন না। পরিষ্কার জানিয়ে দিলেন তাঁরা। মুখ্য়মন্ত্রীর মন্তব্য়ের সমালোচনায় সরব হয়েছেন টলিপাড়ার পরিচিত মুখরাও।
শিরদাঁড়ার পর, এবার প্রতীকী চোখ, মগজ নিয়ে স্বাস্থ্য়ভবন সাফাই অভিযান করলেন জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্য়সচিব-স্বাস্থ্য় পরিষেবা অধিকর্তা ও স্বাস্থ্য়শিক্ষা অধিকর্তার ইস্তফা সহ একগুচ্ছ দাবিতে স্বাস্থ্য় ভবনের সামনে, অবস্থানে অনড় আন্দোলনকারীরা। সূত্রের খবর, নবান্ন থেকে ইমেল করা হয় জুনিয়র ডক্টরস ফ্রন্টকে। পারলে আজই নবান্নে আসার বার্তা দেওয়া হয়েছে সরকারের তরফে।
এক হাতে প্রতীকী চোখ, এক হাতে মগজ। লালবাজার অভিযানে শিরদাঁড়ার পর, এবার স্বাস্থ্য়ভবন অভিযানে জুনিয়র ডাক্তারদের হাতে দেখা গেল, ব্রেন, চোখ ও টিবিয়ার মডেল। সঙ্গে ঝাঁটা নিয়ে স্বাস্থ্যভবন সাফাই অভিযান করলেন জুনিয়র ডাক্তাররা।