RG Kar Update: আর জি কর কাণ্ডের বিচার চেয়ে ফের পথে জুনিয়র চিকিৎসকরা
RG Kar News: আর জি কর কাণ্ডের বিচার চেয়ে ফের পথে জুনিয়র চিকিৎসকরা। আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর পর শহরজুড়ে তীব্র হয়ে ওঠে আন্দোলন। পরে ঘটনার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। কাল সুপ্রিম কোর্টে আর জি কর-মামলার শুনানি। বিচারের দাবিতে ৪ মাস পার, কাল ফের সুপ্রিম কোর্টে শুনানি। চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় কাল সুপ্রিম কোর্টে শুনানি। ৭ নভেম্বরের পরে কাল ফের সুপ্রিম কোর্টে আর জি কর-মামলা। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে শুনানি।
বিধানসভায় পূর্ব মেদিনীপুরের বিধায়কদের নিজের ঘরে ডেকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। আগামী ১৫ ডিসেম্বর কাঁথির সমবায় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের নির্দেশ। সমবায় নির্বাচনে বিশেষ দায়িত্ব অখিল গিরিকে দেওয়া হয়েছে বলেও সূত্রের খবর। আগামী ১৫ ডিসেম্বর কাঁথির সমবায় ব্যাঙ্কের নির্বাচন। সুপ্রিম কোর্টের নির্দেশে ভোট হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। আগামীকাল দিঘা যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই বিধায়কদের ডেকে সমবায় নির্বাচন নিয়ে বিশেষ নির্দেশ দিলেন তিনি।