RG Kar Live: সিজিও কমপ্লেক্সে পৌঁছে গেলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। ABP Ananda Live
RG Kar News: আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের তদন্তে এবার সিবিআই দফতরে ডাক পড়ল DYFI নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের। সকাল ১১টায় সিজিও কমপ্লেক্সে গেলেন DYFI-এর রাজ্য সম্পাদক। ৯ অগাস্ট আর জি কর হাসপাতাল থেকে চিকিৎসকের দেহ বার করার সময়, শববাহী গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হয়।কেন্দ্রীয় এজেন্সির দাবি, ছবিতে মীনাক্ষীকে দেখা যায়। সেই সূত্রেই DYFI নেত্রীকে ডেকে জিজ্ঞাসাবাদ করে তাঁর বয়ান রেকর্ড করতে চায় সিবিআই। স্বাস্থ্য ভবনের সামনে থেকে ধর্না তুলতে পরোক্ষে চাপ ডেকোরেটার্স সংসংস্থাকে, কী বলছেন আন্দোলনকারীরা? 'আমরা শাস্তি চেয়েছিলাম, বদলির সিদ্ধান্তে খুশি নই', বললেন আর জি করে নির্যাতিতার বাবা-মা। বিনীত গোয়েল সহ দুই স্বাস্থ্যকর্তার বদলি প্রসঙ্গে বললেন আর জি কর হাসপাতালে মৃত তরুণীর বাবা-মা। কালীঘাটের পর নবান্ন। মধ্যরাত পর্যন্ত বৈঠকেও কাটল না জট। কর্মবিরতিতেই অনড় জুনিয়র ডাক্তাররা। অভিযোগ, বৈঠকের মিনিটস দেননি মুখ্যসচিব, শুধু মিলেছে মৌখিক আশ্বাস। থ্রেট কালচার-সহ সব দাবিকে সঠিক বলেও লিখিতভাবে দিতে আপত্তি সরকারের। নবান্নের বৈঠকের পর দাবি ডাক্তারদের।