RG Kar Live: 'কোনও একটা চাপের কাছে স্বাস্থ্যভবন অসহায়', RG কর কাণ্ডে বিস্ফোরক অভিযোগ চিকিৎসকদের।
ABP Ananda Live: আর জি কর কাণ্ডে বিচার ও কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তার দাবিতে কলেজ স্ট্রিটেও মঞ্চ বেঁধে ধর্না। প্রতিবাদে সামিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন পড়ুয়ারা। আরও খবর, আর জি কর হাসপাতালে কী করে বহিরাগতরা ঢুকে অবাধে ভাঙচুর চালাল? কোথায় ছিল পুলিশ? কী করছিল তারা? হাসপাতালের নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নের মুখে পড়তে হল রাজ্য় সরকারকে। পাশাপাশি, আর জি কর হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে পর্যাপ্ত সংখ্য়ক CISF কিংবা CRPF থাকবে বলে জানাল আদালত। ভাঙচুরকাণ্ডে ২২ অগাস্টের মধ্যে রাজ্য সরকারের থেকে রিপোর্ট তলব করেছে সর্বোচ্চ আদালত। হাইকোর্টের নির্দেশে R G কর মেডিক্য়াল কলেজে চিকিৎসকের ধর্ষণ-খুনের তদন্ত করছে CBI। আর এবার আর জি কর মেডিক্য়াল কলেজের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর হাতে তুল দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ আগেই কলকাতা পুলিশের ওপর অনাস্থা প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্ট।এবার সেই পুলিশের ওপরই ভরসা রাখতে পারল না সুপ্রিম কোর্টও।