RG Kar: আরজি করে মধ্যরাতে তাণ্ডব, বিরোধীদের তরফে মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবি, কী বলছেন ফিরহাদ হাকিম? | ABP Ananda Live
ABP Ananda Live: মাঝরাতে আরজি করে হাসপাতালে তাণ্ডব। এরপর থেকেই বিভিন্ন মহলে মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবি উঠছে। মূলত বিরোধীরাই এই দাবি তুলেছেন। সেই প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম কী বলছেন? আরজি করের হামলা প্রসঙ্গে তিনি এও বলেছেন যে গোটা রাজ্যে অরাজকতা চলছে।
মাঝরাতে RG কর মেডিক্যাল কলেজে পুলিশের সামনেই প্রায় ৪০ মিনিট ধরে চলল কয়েকশো লাঠিধারীর তাণ্ডব। জাতীয় পতাকা নিয়ে ‘জাস্টিস চাই’ স্লোগান দিয়ে রড, কাচের বোতল, ইট হাতে দাপিয়ে বেড়াল দুষ্কৃতীরা। হাসপাতাল চত্বর থেকে শ্যামবাজার পর্যন্ত গোটা এলাকা ঘণ্টাতিনেক ধরে হয়ে উঠেছিল দুষ্কৃতীদের মুক্তাঞ্চল। ভাঙচুর চলল হাসপাতালের ইমার্জেন্সি, HDU, ENT বিভাগ, নার্সিং স্টাফদের ঘর, মেডিসিন স্টোর। তিনতলায় কব্জা
সমেত উপড়ে ফেলা হল তদন্তকারী সংস্থার সিল করা দরজা। সিঁড়ি দিয়ে উঠে চারতলার সেমিনার হলেও ভাঙচুর চালানোর পরিকল্পনা ছিল হামলাকারীদের। আলো নিভিয়ে, চারতলার দরজা ভিতর থেকে বন্ধ করে রক্ষা করা হল সেমিনার হল। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল অক্সিজেনের পাইপ, ভেন্টিলেটর। ভাঙচুর চলল হাসপাতালের পুলিশ ফাঁড়ি, ব্যারাক, OC-র ঘর, CC ক্যামেরার সার্ভার রুমে। রেফ্রিজারেটর উল্টে মাটিতে পড়ে নষ্ট হল লক্ষ লক্ষ টাকার ওষুধ। পুলিশের গার্ডরেল দিয়েই হাসপাতালের কোলাপসিবল গেট ভাঙল হামলাকারীরা। ভাঙা হল আন্দোলনকারীদের মঞ্চ। ইটের ঘায়ে জখম হন ১৫ জন পুলিশ কর্মী। মাথা ফাটল মানিকতলা থানার OC দেবাশিস দত্তর। হাসপাতালে ভর্তি DC নর্থ অভিষেক গুপ্ত, জানালেন পুলিশ কমিশনার।
![Dumdum Decoity: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম। জানলার গ্রিল ভেঙে ঢুকে দোতলায় উঠে লুঠের অভিযোগ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/395b3a722b558dda23dbee4bac1e57911739779203508535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![TMC News : মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তারস্বরে মাইক ! বিধিনিষেধ ভাঙলেন শাসকদলের বিধায়ক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/316423595a8b8772e5d59eca924ab0e71739777385971535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Arms recovery : কার্তুজকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে ৬। জালে BBD বাগের অস্ত্রের দোকানের আরও এক কর্মী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/66b05d82aba11302a785700d41a9e1761739776807207535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Bratya Basu: ২৬-এর বিধানসভা ভোটের আগে WEBCUPA-কে আরও সক্রিয় হওয়ার বার্তা দিলেন ব্রাত্য় বসু](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/cd41caea01100deb07fb425405aaa4471739775233238967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Birbhum News: অনুব্রত-কাজল গোষ্ঠীর লড়াই অব্যাহত, বীরভূম নিয়ে চিন্তা বাড়ছে শীর্ষ নেতৃত্বের?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/21735fb10d6f11d67571c65e2ab271481739774166907967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)