RG Kar Medical College: আর জি কর কাণ্ডে শ্যামবাজারে বিজেপির কর্মসূচি ঘিরে ধুন্ধুমার। ABP Ananda Live
ABP Ananda Live: ধর্না শুরুর আগে উধাও ধর্নামঞ্চ, শ্যামবাজারে বিজেপির কর্মসূচি ঘিরে ধুন্ধুমার। আর জি কর কাণ্ডে শ্যামবাজারে বিজেপির অবস্থান ঘিরে ধুন্ধুমার
প্রথমে ধর্না শুরুর আগে উধাও ধর্নামঞ্চ, পরে ফের মঞ্চ বাঁধার চেষ্টা করলে উত্তেজনা। অনুমতি না থাকায় পুলিশের বিরুদ্ধে বাধার অভিযোগ। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তোলে পুলিশ।
'১০০ জন মানুষের জমায়েত হলে পুলিশ জানতে পারে'। 'এখানে ৭ হাজার মানুষ এল আর আপনারা জানতে পারলেন না'।এটা বিশ্বাস করা কঠিন, মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির। 'এটা প্রশাসনের ব্যর্থতা, পুলিশ নিজেদের রক্ষা করতে ব্যর্থ'। অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুঃখজনক পরিস্থিতি, মন্তব্য প্রধান বিচারপতির। 'ওই এলাকা আগে থেকেই কেন ঘিরে ফেলা হল না ?'কেন ওই এলাকার নিরাপত্তা আগে থেকে সুনিশ্চিত করা হল না, রাজ্যকে প্রশ্ন প্রধান বিচারপতির। 'আমরা হাসপাতাল বন্ধ করে দিচ্ছি '। রোগীদের অন্যত্র ভর্তি করে দিচ্ছি, সেটাই ভাল হবে, মন্তব্য প্রধান বিচারপতির। 'এখানে যা ঘটেছে তা আমাদের পক্ষে যন্ত্রণাদায়ক'। 'আপনি এখানে জন্মেছেন, এখানে বড় হয়েছেন'। 'আপনারও যন্ত্রণা হওয়া উচিত, রাজ্যের আইনজীবীর উদ্দেশে মন্তব্য প্রধান বিচারপতির। 'পুলিশ মার খেয়েছে'। এতেই বোঝা যায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ ব্যর্থ, মন্তব্য প্রধান বিচারপতির। '১৪ তারিখ যে ঘটনা ঘটেছে সেটা যদি অন্য কোথাও ঘটে তাহলে কী হবে ?' পুলিশ যদি মার খায়, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে কী হবে, প্রশ্ন প্রধান বিচারপতির । অদূর ভবিষ্যতে যাতে এই ঘটনা না ঘটে সেটা কীভাবে নিশ্চিত করা যাবে সেটাই মূল প্রশ্ন, মন্তব্য প্রধান বিচারপতির। যে চিকিৎসকরা ওখানে আছেন তাঁদের নিরাপত্তা দিতে হবে, নাহলে তাঁরা কাজ করবেন কীভাবে, প্রশ্ন প্রধান বিচারপতির। পুলিশ এবং প্রশাসনকে হাসপাতালের বর্তমান পরিস্থিতি নিয়ে হলফনামা দিতে হবে, নির্দেশ প্রধান বিচারপতির। শুনানির পরবর্তী দিন তদন্তের অগ্রগতি নিয়ে অন্তর্বর্তী রিপোর্ট দেবে সিবিআই, মন্তব্য প্রধান বিচারপতির। বুধবার এই মামলার পরবর্তী শুনানি।