RG Kar News: আর জি কর কাণ্ডে এবার পথে নামলেন অ্যাপ ক্যাব চালকরা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে রাসবিহারী থেকে ধর্মতলা পর্যন্ত গাড়ির মিছিল। পথে নেমেছেন CITU অনুমোদিত কলকাতা ওলা-উবর অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়নের সদস্যরা। সংগঠনের চালকরা প্রতিবাদ-মিছিলে সামিল হওয়ায় ২ ঘণ্টা বন্ধ থাকবে অ্যাপ ক্যাব পরিষেবা। ‘উই ওয়ান্ট জাস্টিস’, এই স্লোগান দিয়েই রাজপথে শুরু হয় গাড়ির মিছিল। রাজ্য প্রশাসনের বিরুদ্ধে সরব CITU অনুমোদিত অ্যাপ ক্যাব সংগঠন।
আরও খবর...
আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে একজোট চিকিৎসক-মহল। এই আবহে বিভিন্ন চিকিৎসক সংগঠন ও আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিদের বৈঠকে বসার আহ্বান। বৈঠকে বসার আহ্বান জানালেন স্বাস্থ্য দফতরের বিশেষ সচিব অনিরুদ্ধ নিয়োগী। সূত্রের খবর, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের নেতৃত্বে এই বৈঠকে থাকবেন স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার। বৈঠকে থাকবেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েকও। বর্তমান প্রেক্ষাপটে স্বাস্থ্য ব্যবস্থা ও হাসপাতালগুলির পরিকাঠামো নিয়ে বৈঠকে আলোচনা হবে। তবে এই বৈঠকে যোগ দেবে কি না, তা এখনও স্পষ্ট করেনি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। আজ ওই সময়েই ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার তরফে মিছিলের আয়োজন করা হয়েছে। এক চিঠিতে নিজেদের এই মনোভাবের কথা জানিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স।
আর জি কর কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামলেন অ্যাপ ক্যাব চালকরাও। রাসবিহারী থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল অ্যাপ ক্যাব চালকদের। CITU পরিচালিত ইউনিয়নের তরফে এই প্রতিবাদ মিছিল।