RG Kar Update: ২ মাসের জন্য জমায়েতে নিষেধাজ্ঞা পুলিশের, আজ হাইকোর্টে শুনানি | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: একদিন পরেই পুজো। এরমধ্য়েই আর জি করকাণ্ডের প্রতিবাদে দিকে দিকে অব্য়াহত নাগরিক সমাজের প্রতিবাদ। এই আবহে, আগামী দুমাসের জন্য় ধর্মতলা চত্বরে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করল পুলিশ। নির্দেশিকায় বলা হয়েছে, ধর্মতলা, বউবাজার এবং কে সি দাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউস ও সংলগ্ন এলাকায়, পাঁচজন বা তার বেশি লোক লাঠি বা বিপজ্জনক অস্ত্র হাতে বেআইনি জমায়েত করতে পারবেন না। আর পুজোর মুখে পুলিশের এই নির্দেশিকা ঘিরে প্রশ্ন উঠছে নানা মহলে। আইনজীবীদের একাংশ প্রশ্ন তুলছেন, এটা কি নাগরিক আন্দোলন রুখতে কৌশলী পদক্ষেপ? লালবাজারের অবশ্য় বক্তব্য়, এই নির্দেশিকা শুধু রাজনৈতিক কর্মসূচির জন্য়। সাধারণ মানুষের জন্য় নয়
আরও খবর..
আর জি কর-কাণ্ডে রাজপথে প্রতিবাদের ঢেউ, ২ মাসের জন্য জমায়েতে নিষেধাজ্ঞা পুলিশের। ২৩ নভেম্বর পর্যন্ত ধর্মতলা, বউবাজারের বিস্তীর্ণ এলাকায় জারি ১৬৩ ধারা। মিছিলের আগেই নিষেধাজ্ঞা, কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে হাইকোর্টে সিপিএম। পুজোয় কি মানুষ বেরোবে না? মণ্ডপে গল্প করাও নিষিদ্ধ? প্রশ্ন মামলাকারীর। আদালতে ডাক্তাররাও। আজ শুনানি।
গতকালই পুলিশের সঙ্গে বৈঠকে, পুজো উদ্যোক্তাদের একাংশ বলেন, আর জি কর-কাণ্ডের প্রতিবাদে যদি মণ্ডপের মধ্য়ে স্লোগান ওঠে, কীভাবে সামাল দেবেন পুজো উদ্য়োক্তারা? সেই ধরনের কোনও পরিস্থিতি তৈরি হলে তা নিয়ন্ত্রণে আনতে কী ভূমিকা থাকবে পুলিশ প্রশাসনের? বৈঠক শেষে একই কথা বলেন, সুরুচি সঙ্ঘের পুজো উদ্য়োক্তা, স্বরূপ বিশ্বাস। আর সেইদিনই, কলকাতার একাংশে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করল লালবাজার। আর মধ্য়ে আরও ভাল করে পুজো করার কথা বলছেন, তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী।