RG Kar : হাইকোর্টে ধাক্কা রাজ্যের। পরিবারকে ছাড়া কি বিচার সম্ভব? প্রশ্ন বিচারপতির
ABP Ananda LIVE : চিকিৎসক ধর্ষণ-খুনের মামলায় সঞ্জয় রায়ের শাস্তি নিয়ে আজ রাজ্য সরকারের আবেদন শুনে মামলার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলল সিবিআই। দোষীর শাস্তি নিয়ে প্রশ্ন তুলে মামলা করতে পারে, সিবিআই, নির্যাতিতার পরিবার কিংবা অভিযুক্ত নিজে, দাবি করে তদন্তকারী সংস্থা সিবিআই । এক্ষেত্রে রাজ্য সঞ্জয়ের শাস্তি নিয়ে হাইকোর্টে মামলা করেছে। এই প্রেক্ষাপটে রাজ্যকে বিচারপতি দেবাংশু বসাক প্রশ্ন করেন, পরিবার এই মামলার কথা জানে ? রাজ্য জানায়, না তারা জানে না। তখনই হাইকোর্ট প্রশ্ন করে, 'পরিবার আদালতের বাইরে কি মতামত প্রকাশ করছেন সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই। কিন্তু তাদের ছাড়া কি এই বিচারপ্রক্রিয়া চালানো সম্ভব ?' রাজ্যের কাছে আদালত জানতে চায়, 'আমরা যদি পরিবার কি ভাবছে সেটা জানতে চাই তাহলে কি আপনাদের কোনও অসুবিধা আছে? আজকের মধ্যে তাঁদের জানানো সম্ভব'। রাজ্য জানায়, সম্ভব। বিচারপতি বলেন, 'আমরা তাদের বক্তব্যও শুনতে চাই'। তারপর এই মামলার শুনানি আগামী সোমবার হবে বলে জানানো হয়।
CBI জানায়, আদালত তদন্তভার রাজ্যপুলিশের হাত থেকে নিয়ে সিবিআই এর হাতে দিয়েছিল। সিবিআই তদন্ত করেছে। তার ভিত্তিতে রায় দিয়েছে শিয়ালদা অতিরিক্ত দায়রা আদালত। তাই এখন রাজ্য এই বিষয়ে মামলা করতে পারে না , বলে মতপ্রকাশ করে সিবিআই। রাজ্য আদালতকে জানায়, ঘটনার পর প্রথমে পরিবার রাজ্য পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। তার ভিত্তিতেই তদন্ত শুরু হয়। পরে তা সিবিআইয়ের হাতে গেলেও রাজ্যের অধিকার এর ফলে খর্ব হয়ে যায়না।


















