(Source: ECI/ABP News/ABP Majha)
RG Kar News: সন্দীপ ঘোষের আমলে RG Kar মেডিক্যাল হয়ে ওঠে তোলাবাজি-দুর্নীতির আখড়া? সরব কর্মীদের একাংশ | ABP Ananda LIVE
সন্দীপ ঘোষের আমলে আর জি কর মেডিক্যাল কি হয়ে উঠেছিল তোলাবাজি আর দুর্নীতির আখড়া? হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে এবার মুখ খুললেন কর্মীদেরই একাংশ। হাসপাতালের বর্তমান সুপার ও উপাধ্যক্ষের কাছে জমা পড়ল গণস্বাক্ষরিত অভিযোগপত্র।
আর জি কর মেডিক্যাল কলেজের অ্যানাটমি বিভাগের কর্মী মনোজ মল্লিক বলেন, 'একদিন আমাকে ডেকেছিলেন সন্দীপ ঘোষ। ডেকে বললেন যে, আমাদের একজন স্টাফের নামে লিখিত অভিযোগ জানাতে। আমি ওঁকে না করে দিয়েছি। তখন সন্দীপ ঘোষ বললেন, দেখো আমাদের কথা শুনলে ভাল, না হলে তুমি ট্রান্সফার হয়ে যেতে পার, বা তোমার চাকরিও যেতে পারে।' পথ দেখিয়েছিলেন আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। আর তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ন্যক্কারজনক ঘটনা সামনে আসার পর যেন খুলে গেছে দুর্নীতির প্যান্ডোরা। আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুন এবং দুর্নীতি, জোড়া মামলায় দুই কেন্দ্রীয় সংস্থার হাতে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেফতার হওয়ার পরে এবার একে একে মুখ খুলতে শুরু করেছেন অনেকে।
যেমন আর জি কর মেডিক্যালের অ্যানাটমি বিভাগের গ্রুপ ডি কর্মী মনোজ মল্লিক। তাঁর অভিযোগ, সন্দীপ ঘোষের নির্দেশ না মানায় অন্যায়ভাবে বদলি করে দেওয়া হয় তাঁকে।