RG Kar Update: ১০ দফা দাবিতে অনড়, চলছে অনশন, আজ গণস্বাক্ষর অভিযান। ABP Ananda Live
RG Kar News: অভয়া পরিক্রমা, দ্রোহের কার্নিভালের পর এবার গণস্বাক্ষর অভিযান। ধর্মতলা থেকে শহরের ৪ দিকে যাবে গাড়ি। ঘোষণা জুনিয়র ডাক্তারদের। দিল্লিতে বঙ্গ ভবনের সামনে আর জি কর-কাণ্ডের প্রতিবাদ । বঙ্গ ভবনের সামনে প্রতিবাদে দিল্লির বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা। প্রতিবাদে দিল্লি এইমস, রামমনোহর লোহিয়া হাসপাতালের ৫০জন চিকিৎসক। 'পশ্চিমবঙ্গে আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা, সরকার দাবি না মানলে দেশজুড়ে আন্দোলন'। হুঁশিয়ারি দিল্লিতে আন্দোলনরত চিকিৎসকদের। দশ দফা দাবিতে জীবন বাজি, ধর্মতলায় অনশনের ১৩দিন। অসুস্থ হয়ে হাসপাতালে ৬। বাকিদেরও অবস্থার অবনতি। উত্তরবঙ্গ মেডিক্যালে প্রতীকী অনশনে ২ সিনিয়র। লাগাতার অনশনে ভাঙছে শরীর, অনশনকারীদের শারীরিক অবস্থা নিয়ে বাড়ছে উদ্বেগ।এ আর জি কর কাণ্ডে বিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকদের অনশন পড়ল ১৩ দিনে। ধর্মতলা-উত্তরবঙ্গ মিলিয়ে অনশনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৬জন অনশনকারী । ১০ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনে অনড় জুনিয়র চিকিৎসকরা। কবে সাড়া দেবে রাজ্য সরকার? কবে কাটবে অচলাবস্থা? উত্তর অধরা।