(Source: ECI/ABP News/ABP Majha)
RG Kar News: এবার ভাই ফোঁটার সন্দেশেরও বিচারের দাবি, হুহু করে বিকোচ্ছে 'জাস্টিস' লেখা বিশেষ সন্দেশ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: গত ৯ অগাস্ট আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকেই প্রতিবাদে সরব রাজ্য থেকে দেশ। কর্মবিরতি, ধর্না, অবস্থান, অনশনের মাধ্যমে ক্রমাগত বিচারের দাবি জানিয়ে আসছেন জুনিয়র চিকিৎসকরা। 'উই ওয়ান্ট জাস্টিস'-স্লোগানে এক হয়ে গিয়েছে চিকিৎসক সমাজ, নাগরিক সমাজ ও সাধারণ মানুষ। এবার ভাই ফোঁটার সন্দেশেরও বিচারের দাবি।
অশোকনগরের একটি মিষ্টির দোকানে এবার তৈরি করা হয়েছে 'জাস্টিস' লেখা বিশেষ সন্দেশ। আর জি কর কাণ্ডে যেখানে সারা রাজ্য উত্তাল, সেখানে একের পর এক নারী নির্যাতন, ধর্ষণের খবর আসছে বিভিন্ন প্রান্ত থেকে। এই মুহূর্তে সবথেকে প্রয়োজন, সুবিচার। অন্যায়ের প্রতিবাদ। সেই কথা মাথায় রেখেই 'জাস্টিস' লেখা সন্দেশ হুহু করে বিকোচ্ছে।
যারা থ্রেট কালচারে অভিযুক্ত, তারা কীভাবে ছাড়া পেল? আবার এসে একটা সংগঠন তৈরি করল। জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠন, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশন নিয়ে এভাবেই অসন্তোষ প্রকাশ করলেন নিহত চিকিৎসকের পরিবার। অন্যদিকে ৯ নভেম্বর একাধিক কর্মসূচির ডাক দিয়েছে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট।