RG Kar News: 'আলো দিয়ে বাড়ি সাজাত, আঁকত রঙ্গোলি', আর্তি আর জি কর হাসপাতালের নিহত চিকিৎসকের মায়ের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: শব্দবাজিতে ভয় পেত মেয়ে। শুধু চরকি ফাটাতো। আলো দিয়ে বাড়ি সাজাত, আঁকত রঙ্গোলি। সব নিভে গিয়েছে। আর্তি আর জি কর হাসপাতালের নিহত চিকিৎসকের মায়ের। দীপাবলিতে শোকের আঁধার
আরও খবর..
আজ রাজ্যজুড়ে শক্তির আরাধনা। তারাপীঠে শক্তির আরাধনা চলছে। রীতি মেনে শুরু পুজো। আলোর মালায় সেজেছে গোটা মন্দির। পুণ্যার্থীদের ভিড়ে সরগরম মন্দির চত্বর।
সকালে স্নানের পর দেবীর শিলাব্রহ্মময়ী মূর্তিকে রাজবেশে সাজিয়ে তোলা হয়। চুনরি পরিয়ে সাজানো হয় মাকে। এরপর পঞ্চ উপাচারে মঙ্গলারতি এবং নিত্যপুজো। মাকে দেওয়া হয় শীতল ভোগ। নিবেদন করা হয় মিষ্টি, ফল ও মিছরি ভেজানো জল। রাতে মায়ের ডাকের সাজ।
কালীপুজোর দিন তারা মাকে পোলাও, খিচুড়ি, সাদা ভাত, পাঁচরকম ভাজা, পাঁচ মিশালি তরকারি, মাছ, চাটনি, পায়েস এবং মিষ্টি পঞ্চব্যঞ্জন সাজিয়ে ভোগ নিবেদন করা হয়। এখানকার অন্নভোগের বিশেষত্ব পোড়া শোলমাছ মাখা। দীপান্বিতা অমাবস্যা উপলক্ষ্যে নিয়ম-নিষ্ঠা মেনে হয় বিশেষ সন্ধ্যারতি। আয়োজন করা হয় বিশেষ নিশি পুজোর। পুজো শেষে নিবেদন করা হয় লুচি, পায়েস, সুজি দিয়ে শীতল ভোগ।