RG Kar News: আজ ফের সন্দীপ ঘোষকে তলব, সাংবাদিকদের প্রশ্নের মুখে ফের মেজাজ হারালেন সন্দীপ ঘোষ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ২ দিন ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর আজ ফের সন্দীপ ঘোষকে তলব। সাংবাদিকদের প্রশ্নের মুখে ফের মেজাজ হারালেন আর জি করের সদ্য প্রাক্তন অধ্যক্ষ
শুক্র ও শনিবার সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। 'খতিয়ে দেখা হবে সন্দীপ ঘোষের ফোন রেকর্ড। নিহত চিকিৎসকের পরিবারের অভিযোগের ভিত্তিতেও চলবে জিজ্ঞাসাবাদ' সেমিনার হলের পাশে দেওয়াল কেন ভাঙা হয়েছিল, জানতে চায় সিবিআই, খবর সূত্রের
কথায় ও সুরে আর জি কর মেডিক্য়ালে চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদ জানালেন গায়ক রূপম ইসলাম ও পটা। আর জি করকাণ্ডের প্রতিবাদে গান বেঁধেছেন রূপম। শনিবার রেকর্ডিং হল পটার রাত দখলের গান। '
আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ খুনে তোলপাড়ের মধ্যেই পূর্ব বর্ধমানে ছাত্রীর রহস্যমৃত্যু ঘিরে শোরগোল। ঘটনায় SIT গঠন করে তদন্তে নামলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি জেলা পুলিশ। ঘটনায় CBI তদন্তের দাবি করে এবার পথে নামল আদিবাসী সংগঠন। ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ।