RG Kar News: 'ন্যায়বিচারের আন্দোলনে আঘাত আসবেই', কোন প্রসঙ্গে বললেন কিঞ্জল নন্দ? ABP Ananda live
Kinjal Nanda: ফের সৌগত রায়ের নিশানায় জুনিয়র ডাক্তাররা। 'ডাক্তারদের আন্দোলন কানাগলিতে ঢুকে পড়েছে'। 'বলল আমরণ অনশন করবে, ক্ষমতা আছে আমরণ অনশন করার?' 'এরা কী মহাত্মা গান্ধী, যতীন দাস নাকি মমতা বন্দ্যোপাধ্যায়?' ৭ দিন অনশন করছে, হাসপাতালে ভর্তি হচ্ছে, একে আন্দোলন বলে না, ভাইরাল সাংসদ সৌগত রায়ের বক্তব্য। 'ন্যায়বিচারের আন্দোলনে আঘাত আসবেই। কিন্তু সেকারণে বসে থাকলে হবে না। আমাদের অনেক দূর যেতে হবে, বৃহত্তর স্বার্থে এই আন্দোলন। আমরা পরবর্তী কর্মসূচির দিকে নজর রাখছি', পাল্টা বললেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ।
আরও খবর, ফের খাকি উর্দির শাসক-আনুগত্যের ছবি। এবার মালদার মানিকচকে তৃণমূলের বিজয়া সম্মিলনীর মঞ্চে দেখা গেল মানিকচক থানার IC-কে। গতকাল মানিকচক তৃণমূল ব্লক নেতৃত্বের আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র, মালদার জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী-সহ একাধিক তৃণমূল নেতা। সেই অনুষ্ঠানে মঞ্চে প্রথম সারিতে বিধায়কের পাশেই দেখা গেল মানিকচক থানার IC সুবীর কর্মকারকে। এমনকী, আব্দুর রহিম বক্সীকে মালতিপুরের বিধায়ক না বলে জেলা সভাপতি বলে উল্লেখ করেন পুলিশ আধিকারিক। মন্তব্য করতে চাননি মানিকচক থানার IC. এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সিপিএমের কটাক্ষ, পুলিশ আছে বলেই তৃণমূল আছে, নির্বাচনী বৈতরণী পার হতে পুলিশই ওদের ভরসা। তৃণমূলের সাফাই, দলীয় অনুষ্ঠান নয়, সকলেরই আমন্ত্রণ ছিল।