RG Kar Live: 'এ লড়াই একদিনের না,এ লড়াই অনেকদিন চলবে', মন্তব্য শুভেন্দু অধিকারীর
ABP Ananda Live: 'মুখ্যমন্ত্রী ও তাঁর সরকারের লজ্জা নেই, আজ অন্তত কন্যাশ্রী দিবসের উৎসব বন্ধ করতে পারতেন মুখ্যমন্ত্রী, দলমত নির্বিশেষে আজ পথে নামছেন সাধারণ মানুষ, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা চাই, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন না হচ্ছেন, ততদিন লড়াই চলবে', মন্তব্য শুভেন্দুর ।
আরও খবর, আর বুধবারই RG কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের তদন্তে দিল্লি থেকে কলকাতায় এল CBI-এর বিশেষ দল। দলে রয়েছেন মেডিক্যাল ও ফরেন্সিক বিশেষজ্ঞরা। বুধবার সকালেই ধৃত সঞ্জয়কে সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে পুলিশ। SSKM-এ স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিয়ে যাওয়া হল CGO কমপ্লেক্সে। সেই সঙ্গে তাদের হাতে তুলে দেওয়া হস সাক্ষীদের বয়ান সংক্রান্ত নথি। মঙ্গলবারই কেস ডায়েরি-সহ মামলার নথি CBI-এর হাতে তুলে দিয়েছে পুলিশ CBI-এর মেডিক্যাল ও ফরেন্সিক বিশেষজ্ঞরা RG কর মেডিক্যালে ঘটনাস্থলে যেতে পারেন। ময়নাতদন্তের রিপোর্ট দেখে নির্যাতিতার পরিবার, সহকর্মী-পড়ুয়া-চিকিৎসকদের ধ্রুব বিশ্বাস, শুধু সঞ্জয় নয়, এই পাশবিক নির্যাতনের সঙ্গে যুক্ত আছে আরও কেউ কেউ। আর এই মাথাদেরই টেনে আনতে এবার কোমর বাঁধবে সিবিআই । এই ঘটনার জট খুলতে বিশেষ সহায়ক হতে পারে নির্যাতিতার কল হিস্ট্রি। এর থেকে পরিষ্কার হয়ে যেতে পারে সেদিন তাঁর সঙ্গে কার কার কথা হয়েছিল, কী কথা হয়েছিল। কারও সঙ্গে কি কথাকাটাকাটি হয়েছিল তাঁর ? কেউ কি তাঁকে হুমকির মুখে ফেলেছিল ? এই সব উত্তর পাওয়া যাবে নির্যাতিতার কল রেকর্ড ঘাঁটলে। সেই সঙ্গে সাহায্য করতে পারে চ্যাট - হিস্ট্রি।