RG Kar News: 'রামায়ণে একটা বিভীষণ ছিল, এখানে অনেকগুলো বিভীষণ',ইঙ্গিতপূর্ণভাবে বললেন মদন
ABP Ananda Live: আর জি কর-কাণ্ডে প্রতিবাদের ঝড়ের মধ্যেই দলে অন্তর্ঘাত দেখছেন মদন মিত্র। ইঙ্গিতপূর্ণভাবে তৃণমূল বিধায়ক বললেন, 'রামায়ণে একটা বিভীষণ ছিল, এখানে অনেকগুলো বিভীষণ। একটাকে দেখালে, বাকিগুলো চালাকি করে মুখ লুকিয়ে ফেলবে।' পাশাপাশি, কামারহাটির তৃণমূল বিধায়ক বলছেন, ''মিছিলে বাম-বিজেপির সঙ্গে তৃণমূলের লোকেরাও আছে। এই জনজাগরণকে হালকা করে নিলে চলবে না, গুরুত্ব দিতে হবে।' আর জি কর কাণ্ডে রাজ্যজুড়ে উঠছে প্রতিবাদের ঢেউ। প্রতিদিন আন্দোলনে উত্তাল হচ্ছে গলি থেকে রাজপথ। আর এরই মধ্যে মদন মিত্রের একের পর এক বক্তব্যে স্পষ্ট হচ্ছে, তৃণমূলের ভিতরে সব কিছু ঠিক নেই। তাঁর বক্তব্য, জাহাজ ডুবছে মনে করলে ইঁদুরগুলো সবার আগে লাফ দিয়ে পালায়। মদন মিত্রের এমন বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নানান জল্পনা। এদিকে, সুখেন্দুশেখর রায়কে নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি মদন। তবে নাম না করেই।