RG Kar News: জুনিয়র ডাক্তারদের গ্রাফিটি চিত্রের দ্বারা অভিনব প্রতিবাদের ঝড় রাজপথ জুড়ে
ABP Ananda live: দুপুর থেকে সন্ধে, রাত পেরিয়ে সকাল, লালবাজারের কাছে চলছে জুনিয়র চিকিৎসকদের অবস্থান। ১২ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে জুনিয়র ডাক্তাররা। ৯ ফুটেরও উঁচু ব্যারিকেডের এক পারে আন্দোলনে অনড় চিকিৎসকরা। ব্যারিকেডের অন্য পারে মোতায়েন পুলিশবাহিনী। পুলিশের প্রতীকী শিরদাঁড়া, গোলাপ ফুল হাতে এবার লালবাজার অভিযান। সিপির ইস্তফার দাবিতে জুনিয়র ডাক্তারদের মিশন লালবাজার। জুনিয়র ডাক্তারদের ঠেকাতে পুলিশের 'লৌহ কপাট'। পুলিশের ব্যারিকেডই সার, ব্যারিকেডের সামনে বসে প্রতিবাদ। গ্রেফতার আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষ-সহ ৪ জনকে গ্রেফতার করল সিবিআই। চিকিৎসক ধর্ষণ-খুনের ২৬ দিনের মাথায় গ্রেফতার সন্দীপ ঘোষ। আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই ।


















