RG Kar: 'এই আন্দোলন অরাজনৈতিক ছিল, অরাজনৈতিক থাকবে', জানানো হল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের পক্ষ থেকে
ABP Ananda Live: কুণাল ঘোষের দাবি খারিজ আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের। 'কুণাল ঘোষের সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি'। 'এই আন্দোলন অরাজনৈতিক ছিল, অরাজনৈতিক থাকবে'। 'রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করলে প্রতিবাদ জানাচ্ছি'। জেনারেল বডির বৈঠকের পর জানানো হল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের পক্ষ থেকে ।
আরও খবর, আর জি কর-কাণ্ড ঘিরে তোলপাড়ের মধ্যেই অপসারিত কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালের অধ্যক্ষ অভিজিৎ মুখোপাধ্যায়। নতুন অধ্যক্ষ হলেন হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মণিদীপ পাল। প্রাক্তন অধ্যক্ষের দাবি, মেডিক্যাল শিক্ষা-চিকিৎসার নিয়ামক সংস্থা ন্যাশনাল মেডিক্যাল কমিশনের যোগ্যতামান না থাকায় তাঁকে অপসারণের নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেনারেল সার্জারি বিভাগের অধ্যাপক অভিজিৎ মুখোপাধ্যায়কে ২০২৩-এর ৩০ জানুয়ারি, কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালের অধ্যক্ষের দায়িত্বভার দেওয়া হয়। চলতি বছরের ৩১ মে, তাঁকে অধ্যক্ষ পদে অযোগ্য বলে সুপারিশ করে মেডিক্যাল শিক্ষা-চিকিৎসার নিয়ামক সংস্থা ন্যাশনাল মেডিক্যাল কমিশন। তার ভিত্তিতেই এই অপসারণ।