RG kar News: বর্ধমান মেডিক্যালের চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে সরিয়ে দিল স্বাস্থ্য ভবন
ABP Ananda Live: সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার ২৪ ঘণ্টার মধ্যে বর্ধমান মেডিক্যালের চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে সরিয়ে দিল স্বাস্থ্য ভবন। পাঠানো হল কাকদ্বীপে। স্বাস্থ্যভবনের সিদ্ধান্তে খুশির হাওয়া বর্ধমান মেডিক্যাল কলেজে। স্বাস্থ্যভবনের অনুমতি নিয়েই তাঁকে রাখা হয়েছিল, দাবি করেছেন বর্ধমান মেডিক্যালের অধক্ষ। আট মাস আগের মেরিট বেসড কাউন্সেলিং-এর ফলে বদলি। এর সঙ্গে আর জি কর-কাণ্ডের কোনও যোগ নেই, দাবি করেছেন বিরূপাক্ষ।
আরও খবর, আর জি-কর কাণ্ডের প্রতিবাদে ফের পথে সুখেন্দুশেখর রায়। তৃণমূল সাংসদ সুখেন্দুশেখরের চোখে জল ! দিল্লিতে মোমবাতি হাতে প্রতিবাদ তৃণমূল সাংসদের। বাস্তিল দুর্গ পতন স্মরণ করানোর পর মর্যাদা নিয়ে বাঁচার ডাক। আজ ফের সোশাল সাইটে পোস্ট সুখেনদুশেখর রায়ের। 'আর জি কর মেডিক্যাল তথ্যপ্রমাণ লোপাট করতে সময় দেওয়া হয়েছে'। 'গোটা ঘটনায় পরিকল্পিত ও নেপথ্যে চক্রান্ত রয়েছে'। 'এভাবে বিচারের দীর্ঘসূত্রিতা মেনে যাওয়া যায় না'।